প্রতিবেদন : ২০০১-এ প্রথমবার কোচ হয়ে আসার পর থেকে এই ২০২২-এ দায়িত্ব নেওয়া পর্যন্ত বঙ্গ ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। ডবলু ভি রমনের মনে হচ্ছে এখন অনেক সাদা বলের ক্রিকেট এসেছে। বেশি ম্যাচ হচ্ছে। সুযোগ বেড়েছে। কিন্তু একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ। সুতরাং একটু কঠিনও হয়েছে। ‘‘কিন্তু আমি আগের জমানার সঙ্গে এখনকার জমানার তুলনা চাই না। পিছন ফিরে কাজ শুরু করার লোক নই। আমার কথা হল, আজ, এখন এবং এই ইনিংস নিয়ে ভাবো।” বললেন ঈশ্বরণদের ব্যাটিং কোচ। আপাতত তাঁর সঙ্গে চুক্তি হয়েছে তিনি বাংলা দলের সঙ্গে দশটি করে সেশন করবেন। যার প্রথমটি সেরে বিকেলে চেন্নাই ফিরে গেলেন। গত কয়েক বছরে ব্যাটিং ভুগিয়েছে বাংলাকে।
আরও পড়ুন-বুস্টার সচেতনতায় পুরসভা
কোচ লক্ষ্ণীরতন শুক্লাকে পাশে নিয়ে রমন বললেন, ‘‘কোভিডের জন্য গত কয়েক বছর প্রস্তুতি ব্যাহত হয়েছে। আর রঞ্জি জিততে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। লক্ষ্ণীকে ১৭ বছর বয়স থেকে চিনি। বাংলাকে অনেক ম্যাচ জিতিয়েছে। আমরা একসঙ্গে ফিটনেসে জোর দিয়েছি। লম্বা মরশুম। দেখব সবাই যেন ফিট থাকে।’’ লক্ষ্মীও বলে দিলেন, ‘‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু পিছনে তাকাতে চাই না। ছ’দিন পর কী খাব, তা নিয়ে না ভেবে আজকের দিনটা নিয়ে ভাবব।” বঙ্গ কোচ আরও বললেন, রমন বেসিক যেন ঠিক থাকে, সেদিকে নজর দিচ্ছেন। একশো ম্যাচ খেললেও এটা জরুরি। আর প্রস্তুতিতে যেন ফাঁক না থাকে। ‘‘আমি ছেলেদের সঙ্গে আট ঘণ্টা দৌড়ব। ভবিষ্যতের জন্য কাজ করব।” বক্তব্য লক্ষ্ণীর। জানা গেল, নামিবিয়া সফর বাতিল হওয়ায় নতুন ম্যাচের পরিকল্পনা হচ্ছে।