আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি রোড পালপাড়ায় অন্যরকম ব্যস্ততা। পাড়ার প্রতিটি ঘরে তুলির টান, রঙের খেলা। পটশিল্পীরা লক্ষ্মীর পট তৈরি করছেন অক্লান্ত পরিশ্রমে। দেখে মনে হয়, বাংলার ঐতিহ্যবাহী শিল্প নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।
আরও পড়ুন-ইন্দো-ভুটান রিভার কমিশন আজও হল না, কেন্দ্রের উদাসীনতাতেই উত্তরে দুর্যোগ : ঋতব্রত
শিল্পীরা স্পষ্ট জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পই তাঁদের অনুপ্রেরণা। পটশিল্পী অজিত পাল বলেন, আগে আমাদের শিল্পকে অনেকেই গুরুত্ব দিতেন না। কিন্তু মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর থেকে ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা আরও জনপ্রিয় হয়েছে। ফলে আমাদের পট তৈরির কাজের চাহিদা বেড়েছে। বাড়ি সাজাতে বা পুজোয় লোকে পট কিনছেন। আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। মৃৎশিল্পী দয়াল পাল মনে করছেন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং প্রেরণা থাকলে এই শিল্প কখনও মলিন হবে না। বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাবে।