প্রতিবেদন : লক্ষ্মীর ভাঁড় হাতে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে নকুলদানা দিয়ে মিষ্টিমুখ করালেন সিউড়ির বহুরূপী চাঁদ দাস। লক্ষ্মীর সাজ নিয়ে তিনি তৃণমূলের হয়ে এই অভিনব প্রচার সারেন। বাড়ির মহিলারা সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না তাও জেনে নেন তিনি।
আরও পড়ুন-হার বুঝতে পেরে দাঁত-নখ বেরল বিজেপি-সিপিএমের
লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভাগুলিতে এই প্রকল্পের কথা উঠে আসছে। তৃণমূল নেতৃত্বের নানা সভায় মূলত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা মহিলাদের উপচে পড়া ভিড়ও চোখে পড়ছে। এবার এই প্রকল্পের প্রচারেও অভিনব কৌশল দেখা গেল। সোমবার বনহাটের কাঁদুরি গ্রামে তৃণমূলের প্রচারে লক্ষ্মী সেজে হাতে মাটির ভাঁড় নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন সিউড়ির তাঁতিপাড়ার বহুরূপী চাঁদ দাস। সঙ্গে মহিলা তৃণমূলের সদস্যারাও ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সংবলিত একটি লিফলেটও তিনি মহিলা ভোটারদের হাতে তুলে দেন। তাতে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে ভোট দেওয়ার জন্য আবেদনও ছিল। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা গ্রামের মানুষ পাচ্ছেন কিনা তাও জেনে নেওয়া হয়। শেষে ভাঁড় থেকে নকুলদানা বের করে পরিবারের মহিলাদের বিলি করেন লক্ষ্মীরূপী চাঁদ। তাঁর হাত থেকে ‘প্রসাদ’ হিসেবে নকুলদানা নিতে মহিলাদের উৎসাহও ছিল দেখার মতো। রদিপুর, কামরাহাট সংসদ ঘুরে একইভাবে প্রচার চালান তিনি। তৃণমূলের বনহাট অঞ্চলের নেতা জহুরুল ইসলাম বলেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমাদের নেত্রী যে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা তুলে ধরতে এই পদ্ধতিতে প্রচার চালানো হচ্ছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…