আধার ও স্বাস্থ্যসাথী ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার

আধার কার্ড অথবা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।

Must read

প্রতিবেদন : আধার কার্ড অথবা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। চলতি দুয়ারে সরকার শিবির থেকে আধার বা স্বাস্থ্যসাথী না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডারের কোনও আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবে না বলে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন-বামরাজ্য কোচিতে চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ

শনিবার জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রশাসনিক সূত্রে। মুখ্যসচিব স্পষ্টভাবে জানিয়েছেন,আধারের নম্বর না থাকা বা আধার সংযোগ না থাকা কোনও প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণ হতে পারে না। ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রশাসনিক সূত্রে খবর, এই শিবিরে অনেক মহিলাই আসছেন যাঁদের আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নেই। সে কারণে তাঁদের আবেদন নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। এই বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ স্তরেও পৌঁছয়। এরপরেই তড়িঘড়ি হস্তক্ষেপ করেন মুখ্যসচিব।

Latest article