সংবাদদাতা, আসানসোল : উমাকে বিষণ্ণ মনে বিদায় জানানোর পর এবার রাত পোহালেই লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনা হবে বাংলার প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই। লক্ষ্মীপুজোয় প্রতিমার পাশাপাশি অনেক বাড়িতেই মাটির সরায় লক্ষ্মীপুজোর প্রথা বহু বাড়িতেই দীর্ঘদিন প্রচলিত। কিন্তু ধীরে ধীরে মাটির সরা বিলুপ্ত হতে চলেছে। প্রাচীন পারিবারিক পুজোগুলিতে এখনও মাটির সরায় লক্ষ্মীপুজোর প্রথা চালু থাকলেও ধীরে ধীরে কমছে লক্ষ্মীর সরার চাহিদা।
আরও পড়ুন-ধর্ষণের অভিযোগে বিদ্ধ এমবাপে, ওড়ালেন ফরাসি তারকা
স্বাভাবিকভাবেই মহিসিলা কুমোরপাড়ায় লক্ষ্মীপুজোর মাটির সরার চাহিদাও অনেকটাই কম। তবে কিছু নিয়মিত ক্রেতার জন্য এখানকার শিল্পীরা বানিয়ে রেখেছেন লক্ষ্মীর সরা। এরকম এক ক্রেতার কথায়, পারিবারিকভাবে মাটির সরায় লক্ষ্মীপুজো তাঁদের বাড়িতে বহু বছর ধরে চলে আসছে। তাঁরা এখনও সেই নিয়ম চালিয়ে যাচ্ছেন। তবে আগামী প্রজন্ম এই প্রথা বাঁচিয়ে রাখবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন। প্রসঙ্গত, মূলত ওপার বাংলায় মাটির সরায় লক্ষ্মীপুজো বিশেষভাবে প্রচলিত। কিন্তু ধীরে ধীরে সেখানেও চাহিদা কমছে। তবে সরার কারিগররা হাল ছাড়ছেন না। তাঁরা এখনও অল্প হলেও নিষ্ঠাভরে বানিয়ে চলেছেন লক্ষ্মীর সরা।