বেঙ্গালুরু, ৯ অগাস্ট : মঙ্গলবার ২১তম জন্মদিন লক্ষ্য সেনের। তার আগেই নতুন সাফল্যের মুকুট ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকার মাথায়। প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নিয়েই সোনা জিতেছেন প্রকাশ পাডুকোনের ছাত্র। ইতিমধ্যে ট্রেনিংয়ের জন্য সরকারি খরচের বাইরে নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যাডমিন্টন কোর্টেও দাপট দেখিয়ে চলেছেন লক্ষ্য।
পাডুকোন অল্যাকাডেমিতে লক্ষ্যর মেন্টর প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন বিমল কুমার জানিয়েছেন, অনেকের থেকেই অনেক বেশি পেশাদার তাঁর ছাত্র। তাই পারফরম্যান্সের দিক থেকেও লক্ষ্য এখন ধারাবাহিকতা দেখাচ্ছেন। বিমলের কথায়, ‘‘অন্যরা যখন সরকারের থেকে সম্পূর্ণ সাহায্যের আশায় বসে থাকে তখন সরকারি প্রকল্পের মধ্যে থেকেও ও নিজে ফান্ডিং করে উন্নত ট্রেনিংয়ের জন্য। এ ব্যাপারে লক্ষ্য বাকিদের কাছে উদাহরণ তৈরি করেছে।” ফাইনালে লক্ষ্যর লড়াই দেখে মুগ্ধ বিমল। বলেছেন, ‘‘ইয়ংয়ের বিরুদ্ধে ম্যাচটা খুব কঠিন ছিল। বিশ্বচ্যাম্পিয়ন লো কিনকে হারিয়ে ফাইনালে উঠেছিল। শ্রীকান্তকে হারিয়েছে দু’বার। কিন্তু লক্ষ্য চাপের মধ্যেও সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে।”
বিমলের সংযোজন, ‘‘প্রথম গেম ওর জেতা উচিত ছিল। কিন্তু লক্ষ্যর কিছু ভুল সার্ভ আর ক্রস কোর্ট প্লে ইয়ংকে লিড নিতে সাহায্য করে। দ্বিতীয় গেমে লক্ষ্য দারুণ ভাবে ফিরে এসেছে। খেলায় গতি বাড়িয়ে, আরও আক্রমণাত্মক হয়ে মালয়েশিয়ান প্রতিপক্ষকে চাপে ফেলে দেয়। তৃতীয় গেমে সেই ছন্দটাই ধরে রা”