মৌলবাদীদের হুমকিতে বন্ধ লালনমেলা

কিন্তু এই মেলা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের উপরে প্রথম থেকেই চাপ সৃষ্টি করছিল কট্টরপন্থী সংগঠন হেফাজতে ইসলাম।

Must read

প্রতিবেদন: মৌলবাদের দাপটে ক্রমশই নুয়ে পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আরও স্পষ্ট করে বললে, মৌলবাদীদের ইচ্ছা-অনিচ্ছাই যেন এখন শেষকথা ইউনুসের কাছে। আর তারই প্রমাণ হাতেনাতে মিলল নারায়ণগঞ্জে। বন্ধ করে দেওয়া লালনমেলা। ধর্মীয় মৌলবাদীদের চাপে মাথানত করেই এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। লালন অ্যাকাডেমি চত্বরে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে চলেছে এই লালনমেলা।

আরও পড়ুন-বিষ্ণুপুরের পর তালডাংরা, খাতড়ার দুটি স্পট ঢেলে সাজাতে পর্যটন দফতরের বরাদ্দ ১ কোটি

হিন্দু-মুসলিম উভয়সম্প্রদায়ের মানুষের মিলনমেলা এটি। নানাশ্রণির মানুষকে সম্প্রীতির বাঁধনে বাঁধতে লালনের দর্শনের স্পষ্ট প্রতিফলন ঘটে এই মেলায়। কিন্তু এই মেলা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের উপরে প্রথম থেকেই চাপ সৃষ্টি করছিল কট্টরপন্থী সংগঠন হেফাজতে ইসলাম। এই মেলায় সমাবেশ হয় প্রচুর সাধু এবং বাউলের। হেফাজতের আপত্তিটা এখানেই। আপত্তির কারণ, মেলায় যে নাচগান হয়, তা নাকি ধর্মবিরোধী। লক্ষণীয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হওয়ার পরেই বাংলাদেশে যে অভূতপূর্ব অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে তারই অঙ্গ বাউল-সুফিদের উপরে হামলা, মাজারে অশান্তি। এবার বন্ধ করে দেওয়া হল ঐতিহ্যবাহী লালনমেলাও। পুলিশের অজুহাত, হামলার হাত থেকে মেলার উদ্যোক্তাদের বাঁচাতেই বন্ধ করে দেওয়া হয়েছে এই মেলা।

Latest article