কলকাতার (Kolkata) এমএলএ হস্টেলে (MLA Hostel) এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। জানা যাচ্ছে, আজ, শনিবার সকালে হস্টেলের একতলা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরেই খবর দেওয়া হয় হানায় এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানা এবং লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা। খুন নাকি আত্মহত্যা এই বিষয়টিও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন-রাতভর রেডরোডে ধর্নায় মুখ্যমন্ত্রী, কংগ্রেসকে তোপ, প্রাতঃভ্রমণে শিশুদের দিলেন চকলেট
পুলিশের তরফে জানা যাচ্ছে, এমএলএ হস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। নিহতর নাম জয়দেব ঘোড়ুই। তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী। চারতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হওয়া একেবারেই অস্বাভাবিক নয় ওই ব্যক্তির জন্য। যদিও মৃত্যুর কারণ জানতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। কিড স্ট্রিটে বিধায়কদের এমএলএ হস্টেলে এদিন এই ঘটনা ঘটে। কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে হাই সিকিউরিটি জোনে কীভাবে এই ঘটনা ঘটল, সম্পূর্ণ বিষয়িটি খতিয়ে দেখছেন তদন্তকারী দল।