সোশাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতা সময়ের সাথে অনেকটাই বেড়েছে। এমনকী, রিলসের নেশায় দুর্ঘটনার মাত্রাও বেড়েছে। কিন্তু কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রিলসপ্রেমীদের। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে সেই তালিকায় কলকাতা পুলিশের (Kolkata Police) একটা অংশ নাম লিখিয়ে ফেলেছে। এর আগেও পুলিশ কর্তাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু পুলিশ অফিসারকে উর্দি পরেই রিলস বানাতে দেখা গিয়েছে। রিলস তৈরি করে পোস্ট করা নিয়ে পুলিশকর্মীদের একাংশের বাড়াবাড়িতে এবার কড়া বার্তা দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। স্পষ্ট করেই এদিন জানিয়ে দিলেন ডিউটিতে থাকা অবস্থায়, কিংবা পুলিশের উর্দি পরে এসব বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন-পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃত ২০, আহত ১৫০
মে মাসের ক্রাইম মিটিংয়ে এই ঘটনাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নগরপাল। সূত্রের খবর, এবার থেকে লালবাজার এই ধরনের ঘটনার উপর কড়া নজর রাখবে। কর্তব্যরত অবস্থায় বা পুলিশের উর্দি পরে কেউ রিলস তৈরি করলে এবং সেটা সোশাল মিডিয়ায় পোস্ট করলে, সেই পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন-”পহেলগাঁওয়ে মহিলাদের সাহসের অভাব ছিল”, আপত্তিকর মন্তব্য বিজেপির সাংসদের
প্রসঙ্গত, কলকাতা পুলিশের একটা ঐতিহ্য আছে। রিলস তৈরির মতো বিষয়গুলি সেই ঐতিহ্য কালিমালিপ্ত করছে। তার থেকেও বড় বিষয় হল অনেক সময় দেখা যাচ্ছে রিলস থেকেও অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে সাধারণ মানুষেরও সাথে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বিপদ বাড়তে পারে। অতএব এই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন লালবাজারের কর্তারা।