দুর্গাপুজোর চাঁদা নিয়ে থানাগুলিকে লালবাজারের তরফে সতর্কতা

পরিচিত কোন জনবহুল রাস্তা কিংবা গলিতে প্যান্ডেল তৈরির নাম করে গাড়ি আটকে চাঁদা নেওয়া চলছে এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে।

Must read

চারদিকেই এখন দুর্গাপুজোর (Durgapuja) প্রস্তুতি পর্ব তুঙ্গে। শহর সেজে উঠছে। এর মাঝেই রাস্তা আটকে বা জোর করে চাঁদা তোলা আটকাতে এবার সক্রিয় ভূমিকা পালন করছে লালবাজার। কলকাতা পুলিশের সদর দফতর থেকে এবার এই বিষয়ে সমস্ত ট্র্যাফিক গার্ডকে সতর্ক করা হয়েছে। লালবাজারের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তা আটকে, গাড়ি থামিয়ে কিংবা জোর করে চাঁদা তোলা যাবে না। এই সংক্রান্ত অভিযোগ কেউ করলে সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে।

আরও পড়ুন-বাগমারিতে ভয়াবহ দুর্ঘটনা, পরপর ৪টি গাড়ি ও একটি বাইকে ধাক্কা মিনিবাসের

পরিচিত কোন জনবহুল রাস্তা কিংবা গলিতে প্যান্ডেল তৈরির নাম করে গাড়ি আটকে চাঁদা নেওয়া চলছে এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে। বিশেষ করে চিড়িয়ামোড়, পাইকপাড়া, কসবা, শিয়ালদহ, বড়বাজার এলাকায় রাস্তা আটকে চাঁদা নেওয়ার অভিযোগ এসেছে। কিছু এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সাধারণ মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সমস্ত থানা ও ট্র্যাফিক গার্ডকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদা সংক্রান্ত অভিযোগ এলেই প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে শহরের স্বাভাবিক জনজীবন এবং ট্র্যাফিক চলাচল ব্যাহত করে কোনওভাবে চাঁদা তোলা যেন না হয় সেই দিকে নজর রাখতে হবে।

আরও পড়ুন-ভুয়ো ডাক্তার! ওড়িশায় প্রসব করাতে গিয়ে প্রসূতি ও নবজাতকের মৃত্যু

লালবাজার তরফে খবর, যাঁরা রাস্তা দখল করে পুজো মণ্ডপ তৈরী করতে চাইছেন, তাঁদের পুরসভা ও পুলিশের কাছ থেকে যথাযথ অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রাস্তায় কোনও প্যান্ডেল হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Latest article