কংগ্রেসকে দুষলেন লালুপ্রসাদ

Must read

প্রতিবেদন : ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি সরকার গড়তে না পারার জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করলেন দলের নেতা লালুপ্রসাদ যাদব (Laluprasad Yadav)। উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনে আরজেডি ৭৫টি আসন জিতে একক বৃহত্তম দল হয়েও রাজ্যে সরকার গড়তে পারেনি। ২০২০-র বিধানসভা নির্বাচনে আরজেডি কংগ্রেসকে ৭০টি আসন ছেড়েছিল। কিন্তু কংগ্রেস আদৌ ভাল ফল করতে পারেনি। বিষয়টি উল্লেখ করে লালু (Laluprasad Yadav) বলেন, কংগ্রেস আমাদের কাছ থেকে জোরজবরদস্তি করে ৭০টি আসন আদায় করেছিল। কিন্তু বেশিরভাগ আসনেই তারা লজ্জাজনকভাবে হেরেছে। আমরা যদি ওই আসনগুলিতে নিজেরা লড়াই করতাম তাহলে বিহারে নিশ্চিতভাবে আরজেডির সরকার হত। বিহারে আরজেডির সরকার না হওয়ার মূল কারণ কংগ্রেস। তাই কংগ্রেসের সঙ্গে আগামী দিনে সম্পর্ক বজায় রাখা হবে কি না তা আমাদের ভেবে দেখতে হবে।

আরও পড়ুন – চলতি মাসেই হাওড়া পাবে ঝকঝকে রাস্তা

২০০০ সাল থেকেই কংগ্রেসের সঙ্গে জোট করে বিভিন্ন নির্বাচনী লড়াই করে আসছে আরজেডি। শুধুমাত্র ২০০৯ লোকসভা নির্বাচনে আরজেডি ও কংগ্রেস পৃথকভাবে লড়াই করেছিল। তারপর থেকে ফের তারা একজোট হয়ে লড়াই করছে। কিন্তু ২০২০-র নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে লালুর কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে তাঁরা কি একাই বিজেপি ও জেডিইউ জোটের বিরোধিতা করবেন, নাকি কংগ্রেসের সঙ্গে মিলিতভাবেই লড়বেন? এই প্রশ্নের উত্তরে লালু অবশ্য বলেছেন, ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎই বলবে। রাজনীতিতে কোনওটাই চিরস্থায়ী নয়। তবে শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়তে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আরজেডি সরকার গড়ার নিশ্চিত সুযোগ হাতছাড়া করেছে। এই ভুল আর করা উচিত নয়।

Latest article