আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, গ্রেফতার লালু-পুত্র

Must read

গ্রেফতার লালুপ্রসাদ যাদবের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ (Tej Pratap)। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙে পুলিশের হাতে তেজ।

বিহারের বৈশালী জেলার মহুয়া বিধানসভা আসন থেকে লড়ছেন তিনি। গত ১৬ অক্টোবর শোভাযাত্রা-সহ মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেখানেই পুলিশের লোগো-লাইট দেওয়া গাড়ি ছিল। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ।

আরও পড়ুন- দীপাবলিতে বানভাসি চেন্নাই, বিপর্যস্ত জনজীবন

তেজপ্রতাপের (Tej Pratap) গাড়িতে ব্যবহৃত লোগো ও লাইট সরকারি নয়, ব্যক্তিগত। ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা রুজু হয়।

পরিবার থেকে আগেই ত্যাজ্য হয়েছেন। বহিষ্কৃত হয়েছেন দল থেকেও। নয়া দল ঘোষণাও করেছেন তেজপ্রতাপ। এবার জনশক্তি জনতা দলের নেতা তেজপ্রতাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশের।

Latest article