ইন্ডিয়ার নেতৃত্বে আসুন মমতাই সওয়াল লালুর

আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের দাবি, মমতার নেতৃত্ব কংগ্রেস না মানলে কিছু করার নেই। মমতাই হবেন ইন্ডিয়া জোটের নেতা।

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শরদ পাওয়ারের পর এবার এই একই বিষয়ে সওয়াল করলেন লালুপ্রসাদ যাদব। ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীকেই রাখার প্রসঙ্গে কংগ্রেসকে এ-নিয়ে আলোচনায় বসতে আবেদন করছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত।

আরও পড়ুন-ধনকড়ের বিরুদ্ধে ইন্ডিয়ার অনাস্থা

আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের দাবি, মমতার নেতৃত্ব কংগ্রেস না মানলে কিছু করার নেই। মমতাই হবেন ইন্ডিয়া জোটের নেতা। জোটের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম সমর্থন জানিয়েছিল উদ্ধব ঠাকরের শিবসেনা। সঞ্জয় রাউতের দাবি, সেখানে কেউ নেতৃত্ব দিয়ে নতুন পথ দেখালে তাঁকে অবশ্যই স্বাগত জানানো উচিত। প্রয়োজনে কংগ্রেসকেও এ বিষয়ে আলোচনায় বসতে হবে।

Latest article