প্রতিবেদন: লালুপ্রসাদের নয়া মন্তব্যে ঝড় উঠল বিহারের রাজনীতিতে। বৃহস্পতিবার সকালে আরজেডি সুপ্রিমো জানান, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দরজা নীতীশের জন্য খোলা রয়েছে। চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট। তার আগে লালুর এই মন্তব্য ঘিরে সরগরম রাজ্য ও জাতীয় রাজনীতি। যদিও বৃহস্পতিবার দুপুরে লালুর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আপনারা এসব কী বলতে চাইছেন? তবে তাৎপর্যপূর্ণভাবে তাঁর পৌরোহিত্যে গড়া বিরোধী জোটে ফেরার সম্ভাবনা সরাসরি খারিজ করে কোনও মন্তব্য করেননি তিনি।
আরও পড়ুন-ভোপাল গ্যাস-ট্র্যাজেডি চার দশক পরে সম্পূর্ণ সরানো হল বিষাক্ত বর্জ্য
প্রসঙ্গত, গত পাঁচ দশক ধরে বিহারের রাজনীতিতে কখনও নৈকট্য এবং কখনও দূরত্ব দেখা গিয়েছে জয়প্রকাশ নারায়ণের একদা দুই ভাবশিষ্যকে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং গত দু’দশক ধরে মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতি নীতীশ কুমারের সম্পর্ক আগামী দিনে কোন খাতে বয় সেদিকে কড়া নজর রাখছে বিজেপিও। অতি সম্প্রতি বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে নীতীশ কুমারের টানাপোড়েন নজর এড়াচ্ছে না রাজনৈতিক মহলের। জল্পনা, বিহারের পরবর্তী বিধানসভা ভোটের পর মহারাষ্ট্রের একনাথ শিন্ডের হাল হতে পারে নীতীশের। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার লালুপ্রসাদের
মন্তব্য উসকে দিল নীতীশের পঞ্চমবার জোট বদলানোর জল্পনা।