প্রতিবেদন : নিজস্ব জমি না থাকায় আবাস যোজনা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন, রাজ্যের এরকম ১৪ হাজারের বেশি ভূমিহীন নাগরিককে রাজ্য সরকার জমির পাট্টা দিয়েছে। এর ফলে তাঁরাও এবার আবাস যোজনায় বাড়ি নির্মাণের টাকা পাবেন। নিজস্ব জমি না থাকার কারণে আবাস যোজনায় বাড়ি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এমন মানুষের সন্ধানে পঞ্চায়েত দফতর একটি সমীক্ষা করে।
আরও পড়ুন-গুজরাটে সই করলেন গেইল
সেই সমীক্ষায় ১৬ হাজার নাগরিকের নিজস্ব জমি না থাকার কথা বলা হয়। তাঁদের মধ্যে ১৪ হাজার নাগরিককে জমির মালিকানা দেওয়ার কাজ শেষ হয়েছে। বর্তমানে আর ১৫০০ জনকে এই ভূমি প্রদানের প্রক্রিয়া বাকি রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর থেকে বিশেষ উদ্যোগ নিয়ে সিংহভাগ বাসিন্দাকে জমি দেওয়ার ব্যবস্থা হয়। এর ফলে রাজ্যের ১১টি জেলায় বাংলা আবাস যোজনা প্রকল্পের উপযুক্ত কিন্তু ভূমিহীন কেউ রইল না।