প্রতিবেদন : সন্দেশখালিতে (Sandeshkhali) সাধারণ মানুষের ওপর যে কোনও ধরনের অন্যায়ের প্রতিকার করবে সরকারই। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই মন্ত্রী পার্থ ভৌমিকের তৎপরতায় সাধারণ মানুষের অভিযোগের তদন্ত শুরু হয়েছিল। প্রশাসনিক কর্তা থেকে পুলিশ, প্রত্যেকটিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের তোলা অভিযোগ মাথায় রেখেই। বৃহস্পতিবার প্রথমবার জোর করে দখল করে নেওয়া জমি ফেরত পেলেন ৯ গ্রামবাসী। সেই সঙ্গে বিডিও অফিসের কাছের খেলার মাঠ থেকে মোছা হল শেখ শাহজাহানের নামও। সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের সন্দেশখালির (Sandeshkhali) গ্রামে গ্রামে পাঠিয়ে, এলাকায় ক্যাম্প করে সাধারণ মানুষের অভিযোগ সংগ্রহ করা হচ্ছে গত কয়েকদিন ধরে। কোথাও অভিযোগ জানাতে গ্রামবাসীরা ভয় পাচ্ছে বলে অভিযোগ করলে সেখানে পুলিশ কর্তারা পৌঁছে গিয়ে আশ্বাস দিচ্ছেন। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে অভিযোগ সংগ্রহ করছেন।
আরও পড়ুন- ডিএম-এসপিরা সহযোগিতা না করলে আমাকে জানান, আদিবাসী বৈঠকে মুখ্যমন্ত্রী