ড্রোন উড়িয়ে জমি সমীক্ষা

দলে সরকারি আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রতিনিধিরা থাকবেন এই সমীক্ষার কাজে। সমীক্ষার কাজ শেষ করতে প্রায় মাসখানেক সময় লাগবে।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ভারত-ভুটান সীমান্তে জমি সমীক্ষার কাজ শুরু করেছে জেলাপ্রশাসন। সমীক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ড্রোন। মহকুমা শাসক বিপ্লব সরকার জানিয়েছেন, জমি সমীক্ষার বিষয়ে কিছুদিন আগেই একটি বৈঠক করা হয়। অবশেষে কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, পৃথিবীর আদিমতম জনজাতি, টোটোদের বাস রয়েছে আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া। দীর্ঘদিন থেকে তাদের পূর্বপুরুষদের জমির সমীক্ষার দাবি করে আসছিল এই টোটো জনজাতির মানুষজন।

আরও পড়ুন-বামেদের বেআইনি পাট্টা প্রদান

এবার তাদের দাবিকে মান্যতা দিয়ে ভারত-ভুটান সীমান্তের টোটোপাড়াতে জমি সমীক্ষার কাজ শুরু করলো জেলা প্রশাসন। টোটো পাড়ার একদম উত্তর দিক থেকে, অর্থাৎ ভুটান সীমান্ত থেকে এই জমি সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট পাঁচটি ভাগে এই সমীক্ষার কাজ হবে। আগামী বেশ কয়েকদিন ধরে সরকারি আধিকারিকদের দুটি দল দুই ভাগে বিভক্ত হয়ে এই কাজটি সম্পন্ন করবে। এই দলে সরকারি আধিকারিকদের পাশাপাশি স্থানীয় প্রতিনিধিরা থাকবেন এই সমীক্ষার কাজে। সমীক্ষার কাজ শেষ করতে প্রায় মাসখানেক সময় লাগবে।

Latest article