দাবানল থেকে জম্মু-কাশ্মীর সীমান্তে ল্যান্ডমাইন ফাটল

আশঙ্কা করা হচ্ছে এই দাবানল উদ্দেশ্যপ্রনোদিত। ভারতের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশে আটকাতে লাগানো হয়েছিল এই ল্যান্ডমাইন।

Must read

সীমান্তের (Border) ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ আটকাতে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) পুঞ্চ (Poonch) জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পেতে রাখা হয়েছিল ল্যান্ডমাইন। হঠাৎ করেই বুধবার ছ’টি ল্যান্ডমাইন ফেটে যায়। প্রাথমিকভাবেমনে করা হচ্ছে, জঙ্গলের আগুন বা দাবানলের ফলেই এই ল্যান্ডমাইনগুলি ফেটে গিয়েছে। প্রশ্ন থেকেই যাচ্ছে এই আগুন কি আদৌ প্রাকৃতিক? আগুনের সূত্রপাত সীমান্তের ওপার থেকে হয়। তারপর ক্রমশ এপারেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-প্রকাশিত সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি

আশঙ্কা করা হচ্ছে এই দাবানল উদ্দেশ্যপ্রনোদিত। ভারতের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশে আটকাতে লাগানো হয়েছিল এই ল্যান্ডমাইন। এই ঘটনার পিছনে সন্ত্রাসবাদীদের হাত থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিন সন্ধে নাগাদ সীমান্ত বরাবর জঙ্গলে হঠাৎ আগুন লাগে। পরে নিয়ন্ত্রণ রেখার এপারে মেন্ধর মহকুমার অন্তর্গত কৃষ্ণা ঘাটি সেক্টরে সেই আগুন ছড়িয়ে পড়ে। ওই আগুনে ল্যান্ডমাইনগুলি সক্রিয় হয়ে যায়। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলি ফাটতে শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও কীভাবে এই আগুন লাগল, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে অনুপ্রবেশের অপচেষ্টা রুখতে সেনাবাহিনী চূড়ান্ত সতর্ক।

আরও পড়ুন-হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে মোদীকে নিশানা কানাডা সরকারের

কাশ্মীরে তুষারপাত আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্রবল তুষারপাতের জেরে এই এলাকা অনেকাংশেই দুর্গম হয়ে ওঠে এবং ভারতে অনুপ্রবেশ করার জন্য জঙ্গিরা অপেক্ষা করে থাকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। সম্প্রতি লোকসভা এবং বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে। এই অবস্থায় ফের জম্মু-কাশ্মীরে হিংসা ছড়াতে রীতিমত তৎপর জঙ্গি গোষ্ঠীগুলি।

Latest article