পাহাড়ে বৃষ্টি শুরু হতেই ভূমিধস! আতঙ্কে বাসিন্দারা

Must read

সাত দিন ধরে লাগাতার পাহাড়ে বৃষ্টি হওয়ায় কার্শিয়ংয়ে ভয়াবহ ভূমিধস (Landslide)! বছরের প্রথম ভূমিধস কার্শিয়ং থেকে ৩ কিলোমিটার নীচে গিদ্দা পাহাড়ে। এর জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ৪টি বাড়ি। বিপজ্জনক অবস্থা সেগুলির। ওদিকে ভেসে গিয়েছে জাতীয় সড়ক ১০। সম্প্রতি পাহাড়ে সময়ের আগেই বর্ষার আগমনে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। পাহাড়ে অতি বৃষ্টি ও ভূমিধসের কারণে তৈরি রাস্তা অধিকাংশ ভূমি ধসের ফলে বিপর্যস্ত। জাতীয় সড়ক ১০-এর এই অংশ দিয়ে মূলত গয়াবাড়ি, তিনধারিয়ার পড়ুয়ারা কার্শিয়ংয়ে তাদের স্কুলে যাতায়াত করে। ভূমিধসের (Landslide) কারণে বন্ধ যান চলাচল। গত ১০ দিন ধরেই বৃষ্টি চলছে পাহাড়ে। তারপর গত ২৪ ঘণ্টা ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে দার্জিলিং পাহাড় ও কার্শিয়ংয়ে। তাতেই ভূমিধসের আশঙ্কায় ভুগছিলেন সবাই। সেই আশঙ্কাই সত্যি হয়। রবিবার সন্ধেয় গিদ্দা পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী দক্ষিণ সিকিমে গাংলা গ্রামের কাছে রাংপো নদীর জলে ইয়াংগাং থেকে রাভাংলা পর্যন্ত রাস্তাটি ভেসে গিয়েছে। এখনও কোনও প্রাণহানির খবর নেই। পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রসাশনিক আধিকারিকেরা। রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে কার্শিয়াং পুলিশ।

আরও পড়ুন-ফের কলকাতায় মৃত্যু বাইক চালকের

Latest article