প্রতিবেদন : ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত মণিপুরের (Landslide in Manipur) এক সেনাচৌকি। শেষ পর্যন্ত পাওয়া খবরে ধসের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। ৬০ জনের কোনও খোঁজ মিলছে না। বৃহস্পতিবার মণিপুরের নোনি জেলায় টুপুল স্টেশনের কাছে এই ধস নামে। ওই জায়গায় ভারতীয় সেনার একটি চৌকি রয়েছে। ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা ছিলেন সেখানে। ভূমিধসে (Landslide in Manipur) সেনা চৌকিটি কার্যত মুছে গিয়েছে। ওই এলাকা থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের কয়েকজন সেনা হাসপাতালে এবং অন্যেরা নোনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: বন্যার জল খাচ্ছেন অসমের দুর্গতরা, হিমন্ত ব্যস্ত দল ভাঙাতে
এদিনের ঘটনার পর স্থানীয় প্রশাসন এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নদীর কাছাকাছি এলাকায় না যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে একটানা প্রবল বৃষ্টির কারণে বানভাসি উত্তর-পূর্ব ভারত (North-East India)। প্রবল বৃষ্টি ও ধসের কারণে অসমের পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। ব্রহ্মপুত্র-সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মণিপুরে চলছে অবিশ্রান্ত বৃষ্টি। সেখানেও বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণেই ধস নেমেছে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে জোরকদমে চেষ্টা চালাচ্ছে সেনা।
আরও পড়ুন: বিধানচন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়