বদ্রীনাথ জাতীয় সড়কের লাংসি টানেলে ভয়াবহ ধস

বর্ষা শুরু হতেই পাহাড়ে ধস আর বন্যার জেরে নাজেহাল উত্তরের (North India) মানুষ। টানা বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড

Must read

বর্ষা শুরু হতেই পাহাড়ে ধস আর বন্যার জেরে নাজেহাল উত্তরের (North India) মানুষ। টানা বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত গোটা উত্তরাখণ্ড। এবার ধস নামল বদ্রীনাথ (Badrinath) জাতীয় সড়কের লাংসি টানেলে। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, পাহাড় থেকে খসে পড়ছে বড় বড় পাথরের টুকরো। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে চামোলি পুলিশ। ভিডিয়োয় দেখা যাচ্ছে টানেলের কাছেই একটি উঁচু পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে বিশালাকারের পাথরের টুকরো। রাস্তার উপর সেই পাথর পড়ে আপাতত বন্ধ হয়ে গিয়েছে চামোলি-বদ্রিনাথ হাইওয়ে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় টাস্ক ফোর্স, বাজারে হানা সদস্যদের

চলতি বছরে অতি ভারী বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ডে। প্রচন্ড পরিমান বষ্টি ও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে বেশ কয়েকটি রাস্তা। লাগাতার ভারী বৃষ্টিতে চামোলি, রুদ্রপ্রয়াগ সহ একাধিক জেলার জনজীবন বিপর্যস্ত। একটানা এমন বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। আপাতত এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলেই খবর আবহাওয়া দফতর তরফে। উত্তরাখণ্ড জুড়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সূত্রের খবর, এই বছর এরকম অপ্রত্যাশিত আবহাওয়ার ফলে বন্ধ রাখা হয়েছে চারধাম যাত্রা। নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের বাগেশ্বর, চম্পাবত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং- ছয়টি জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা। । তবে এইভাবে বৃষ্টি চললে বিপর্যস্ত হতে পারে তেহরি এবং পাউরি। শুধু তাই নয়, কাংড়া, কুলু,মান্ডি, কিন্নৌর, সিরমাউর এবং শিমলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির তরফে খবর, উত্তর কাশি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত বেড়ে ১৭

প্রসঙ্গত, বিভিন্ন জায়গায় এভাবে ধস এবং বৃষ্টির ফলে অনেকেই আটকে রয়েছেন উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায়। রীতিমত আতঙ্কে রয়েছেন পর্যটকেরা। এর আগেও বন্যা ও ধসের কবলে পড়েছে জোশীমঠ। এবারেও কোন পরিবর্তন নেই।

Latest article