উত্তরাখণ্ডের পিত্রোগড়ে কৈলাস যাত্রার (Adi Kailash Yatra) রুটে ধস, আটকে কয়েকশো তীর্থযাত্রী। ভূমিধসের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তীর্থযাত্রীদের পাশাপাশি আটকে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই বর্ডার রোডস অর্গানাইজেশন-এর একটি দল যেখানে ভূমিধস নেমেছে সেখানে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব রাস্তাটি পরিষ্কারের চেষ্টা চলছে।
আরও পড়ুন- ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বভারতীয় প্রতিনিধি দলে অভিষেক, মনোনীত করলেন দলনেত্রী
আদি কৈলাস যাত্রা উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে। আদি কৈলাসকে (Adi Kailash Yatra) ‘পঞ্চ কৈলাস’ এর মধ্যে দ্বিতীয় সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। যদিও এই রাস্তার বেশিরভাগ অংশই গাড়ি চলাচলের উপযোগী, কিছু অংশে ট্রেকিং করতে হয়। এটি ৫,৯৪৫ মিটার উচ্চতায় অবস্থিত। বর্ষাকালে এই রাস্তাটি ভয়ঙ্কর রূপ ধারণ করে।