প্রতিবেদন: উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরগড়ে কৈলাসযাত্রার রুটে ধস (landslide), আটকে কয়েকশো তীর্থযাত্রী। ভূমিধসের ফলে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তীর্থযাত্রীদের পাশাপাশি আটকে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই বর্ডার রোডস অর্গানাইজেশন-এর একটি দল ভূমিধসের জায়গায় পৌঁছেছে। যত দ্রুত সম্ভব রাস্তাটি পরিষ্কারের চেষ্টা চলছে।
আরও পড়ুন-হংকং, সিঙ্গাপুরে বাড়ছে কোভিড
আদি কৈলাস যাত্রা হয় উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে। আদি কৈলাসকে ‘পঞ্চ কৈলাস’-এর মধ্যে দ্বিতীয় সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করা হয়। যদিও এই রাস্তার বেশিরভাগ অংশই গাড়ি চলাচলের উপযোগী, তবে কিছু অংশে ট্রেকিং করতে হয়। এটি ৫,৯৪৫ মিটার উচ্চতায় অবস্থিত। বর্ষাকালে এই রাস্তাটি অতি বিপদসঙ্কুল হয়ে পড়ে।