প্রতিবেদন: প্রবল বৃষ্টির পাশাপাশি ভূমিধস। বাংলাদেশের কক্সবাজার জেলায় ভূমিধসের কবলে বিধ্বস্ত রোহিঙ্গা (Rohingya) শরণার্থীদের একাধিক শিবির। এই বিপর্যয়ে প্রায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পার্বত্য চট্টগ্রাম লাগোয়া উখিয়ার চারটি শরণার্থী শিবিরে ধসের কারণে অন্তত আটজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন স্থানীয় দুই বাসিন্দাও। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ এবং ১৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মহম্মদ মিজানুর রহমান এই খবর জানান। তাঁর আশঙ্কা, ভূমিধসে মাটির তলায় আরও দেহ চাপা পড়ে থাকতে পারে। মাটি খুঁড়ে উদ্ধারের কাজ চলছে এখনও। মায়ানমারে গোষ্ঠীহিংসার জেরে ঘরছাড়া কয়েক লক্ষ রোহিঙ্গা প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে বাস করছেন। তাঁদের বড় অংশের বাস কক্সবাজার-সহ চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জেলায়। মায়ানমারে সাম্প্রতিক গৃহযুদ্ধের জেরেও কয়েক হাজার রোহিঙ্গা (Rohingya) সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মানবিক কারণেই তাঁদের বাংলাদেশে ত্রাণশিবির করে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও এই বাড়তি জনসংখ্যার চাপ বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন- তাপমাত্রা ৫২ ডিগ্রি! মাত্র ক’দিনেই হজযাত্রীদের মৃত্যুমিছিল সৌদিতে