প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি নেপালে, বন্যা-ধসে মৃত ১৪

Must read

প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়াবহ পরিস্থিতি নেপালে (Nepal floods)। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। জানা গিয়েছে, ভূমিধসের জেরে মৃত ৮ জন, বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৫ জন, বন্যাতে মারা গিয়েছে ১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আরও পড়ুন- বেআইনি পার্কিং ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রীর, সতর্ক করলেন বিপজ্জনক বাড়ি নিয়েও

ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নেমেছে নেপালে (Nepal floods)। ধস ও বন্যায় খুব খারাপ অবস্থা কাঠমান্ডু থেকে ১২৫ কিমি দূরে পশ্চিমে অবস্থিত লামজুং জেলার। লামজুংয়ের জেলাশাসক বুদ্ধ বাহাদুর গুরুং জানিয়েছেন, গতকাল সেখানে ২ শিশু-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পড়শি দেশের কমপক্ষে ৩৩ টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, বর্ষা শুরু হওয়ার পর এখনও পর্যন্ত নেপালে ২৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৩ জন। প্রতি বছর বন্যা শয়ে শয়ে মানুষের প্রাণহানি হয়। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার মানুষ। ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয় বহু মানুষ।

Latest article