সংবাদদাতা, জলপাইগুড়ি ও রায়গঞ্জ: রাজ্যের উদ্যোেগ আজ শুক্রবার শ্রদ্ধায় পালন করা হবে ভাষা শহিদ দিবস। প্রত্যন্ত এলাকার স্কুল থেকে শুরু করে প্রশাসনিক দফতর সর্বত্র পালন করা হবে দিনটি। উল্লেখযোগ্য হল, ডুয়ার্সের প্রত্যন্ত জঙ্গল লাগোয়া স্কুলেও যথাযথ মর্যাদায় পালিত হয় ভাষা দিবস। ডুয়ার্সের গাঢ়খুটা বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা সাংস্কৃিতক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত সাহা বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সর্বত্রই মহাসমারহে পালন করা হয়। আমরাও আমাদের চেষ্টায় খামতি রাখিনি। ইতিমধ্যে আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের ভাষা দিবসের মহত্ত্বকে বুঝিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছি।’ আরও একটি ভিন্ন চিত্র দেখা যায় সরকারি স্কুল পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ে। সেখানকার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষদের উদ্যোগে একুশের শহীদদের শহীদদের স্মরণ করে আয়োজন করা হয় বিশাল রক্ত দান শিবিরের।
আরও পড়ুন-সামাজিক প্রকল্পে বরাদ্দ বেড়েছে ১৪ গুণেরও বেশি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত ডঃ অমিত কুমার দে বলেন ২০১৮ সাল থেকে শুরু হয় এই রক্তদান শিবির। প্রতি বছর প্রায় দেড়শো জন রক্ত দান করেন এই দিনটির স্মরণে। একইভাবে উত্তরদিনাজপুরের ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নগর গ্রন্থাগার-এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।