ভাষা আন্দোলন আজ থেকে প্রতিদিন রানি রাসমণি রোডে

প্রতিবাদ হবে প্রতি জেলার ব্লকে ব্লকে

Must read

প্রতিবেদন : সেনাবাহিনী দিয়ে বাংলার আওয়াজ (Language movement) বন্ধ করা যাবে না। যতই সেনা নামাক, আমাদের আন্দোলন আটকাবার ক্ষমতা বিজেপির নেই। বাংলা ভাষা আন্দোলন যেমন চলছে, সামনের দিনেও চলবে। সোমবার মেয়ো রোড থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার থেকে ভাষা আন্দোলন হবে রানি রাসমণি রোডে। এই জায়গা কলকাতা পুলিশের অধীনে। এদিন সেনা নামিয়ে যেভাবে গান্ধীমূর্তির পাদদেশে আমাদের আন্দোলন আটকানোর চেষ্টা করা হল, তার প্রতিবাদে রাজ্যের প্রতিটি ব্লকে-ওয়ার্ডে অবস্থান-বিক্ষোভ করবে তৃণমূল।

আরও পড়ুন-আরামবাগ, ঘাটালের সঙ্গে বৈঠকে অভিষেক

গান্ধীমূর্তির পাদদেশে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ধরনা আমাদের চলবে, আটকানোর ক্ষমতা বিজেপির নেই। এর বিরুদ্ধে সব ব্লক, ওয়ার্ডে, পঞ্চায়েতে মঙ্গলবার প্রতিবাদ (Language movement) হবে। রানি রাসমণিতে কাল থেকে কর্মসূচি হবে। এখন প্রতিদিন হবে কর্মসূচি। এরা বলে, বাংলা বলে ভাষা নেই। বিজেপির সব রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে। তাই বাংলার মানুষ আরও বেশি করে বাংলায় কথা বলুন। আমরাও দেখতে চাই এই ভাষাসন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছয়। বিজেপি যত বাধা দেবে, আমাদের আন্দোলন তত জোরদার হবে। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। গণতান্ত্রিকভাবে লড়ব। মানুষ আমাদের পাশে আছে।

Latest article