প্রতিবেদন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা শুধু বাংলাভাষা নয়, সব ভাষাকেই শ্রদ্ধা জানাই— বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি বলেন, আমাদের সরকার বাংলাভাষার প্রতি যেমন শ্রদ্ধাশীল একই সঙ্গে অলচিকি, কুরমালি, গোর্খা-সহ রাজ্য সরকার বহু ভাষাকে স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ভাষাদিবস কারও কেনা নয়। আমরা সব ভাষাকেই শ্রদ্ধা করি। একই সঙ্গে অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা বাংলার প্রাণের গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ল্যান্সডাউন প্লেস রাস্তার নাম রাখা হল প্রতুল মুখার্জি সরণি। এই ঘোষণায় হাততালির ঝড় উঠল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি কলকাতা। খুশি গোটা বাংলা। তাঁর গানের মতোই প্রতুল মুখোপাধ্যায়ও চিরকালের জন্য রয়ে যাবেন তাঁর প্রিয় শহরের সঙ্গে। বাংলা-বাঙালি-বাংলা গান যতদিন থাকবে, থেকে যাবেন মুখ্যমন্ত্রীর প্রিয় প্রতুলদা। প্রতি বছরের মতো এ-বছরও সাড়ম্বরে শুক্রবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালিত হল। তবে এই প্রথম ছিলেন না বাংলার প্রাণের গায়ক প্রতুল মুখোপাধ্যায়। তবে তিনি সশরীরে না থাকলেও বরং আরও বেশি করে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রিয় প্রতুলদা সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তাঁর সম্পর্কে বলতে গিয়ে গলা ধরে আসছিল মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, আমি সাধারণত হাসপাতালের আইটিইউ-আইসিইউতে যাই না। ওসব যন্ত্রপাতি দেখে কেমন ভয়-ভয় লাগে। কিন্তু উনি সাড়া দিচ্ছেন না শুনে গিয়েছিলাম। দেখলাম চোখ বন্ধ করে শুয়ে আছেন। প্রায় অচৈতন্য। ডাকলাম ও প্রতুলদা, আমি মমতা। আশ্চর্য হয়ে দেখলাম উনি তাকালেন। চোখ দুটি জলে ভরা। বললাম, আপনাকে বাঁচতে হবে। গান গাইতে হবে। আমার গলা শুনে আচমকা প্রেসার ড্রপ করে গেল। আমি হাতের আঙুল টিপে দিলাম। প্রেসার উঠল। বললাম আপনাকে আবার ‘বাংলার গান গাইতে’ হবে। উনি হাত তুলে বোঝানোর চেষ্টা করলেন, আর গাইতে পারব না। এই প্রতুলদার সঙ্গে আমার শেষ কথা। মুখ্যমন্ত্রীর সংযোজন, তার আগে অনেকবার গেছি দেখা করতে। তিনি বলেন, প্রতুলদা আমাদের হৃদয় জুড়ে থাকবেন। তিনি যেখানেই থাকুন আমাদের কথা শুনছেন।
আরও পড়ুন-টিএমসিপি’র উদ্যোগে একুশে ফেব্রুয়ারি
বাংলা ভাষাদিবসে বাংলা শ্রদ্ধা জানাল বাংলার গায়ককে। দেশপ্রিয় পার্কের ভাষা শহিদের অনুষ্ঠান কার্যত উৎসর্গ করা হল সদ্য প্রয়াত বাংলার গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে। শুধু কলকাতা নয়, এদিন বাংলার যেখানেই ভাষাদিবস পালিত হয়েছে সেখানেই বেজেছে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’। এদিন তাঁকে শ্রদ্ধা জানিয়েই শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই রাজ্য সঙ্গীত, ‘বাংলার মাটি বাংলার জল’ বাজল। এরপর আমলা ও সুগায়ক বিবেক কুমার গাইলেন প্রতুল মুখোপাধ্যায়ের অমর সেই গান, ‘আমি বাংলায় গান গাই’। মঞ্চে তখন প্রয়াত গায়কের সহধর্মিণী সর্বাণী মুখোপাধ্যায়কে বুকে জড়িয়ে গলা মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে গলা মেলালেন উপস্থিত সকলেই। মুহূর্তে বদলে গেল পরিবেশ। এই আবেগঘন মুহূর্তকে ধরে রেখেই এরপর একে একে জয় গোস্বামী, শ্রীজাত, সুবোধ সরকার, আবুল বাশার কবিতা পাঠ করলেন। গাইলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, রূপঙ্কর, গৌতম ঘোষ।