পুরীতে সোমবার জগন্নাথদেবের রথযাত্রার (Jagannath Rath Yatra) দ্বিতীয় দিন৷ যোগ আর তিথি মেনে গতকালের পর আজ সেখানে রথ গড়াল। অর্ধশতক পেরিয়ে এবার আবার তিথি অনুসারে নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা, সব একই দিনে পড়েছিল। তবে কিছু দূর গিয়েই থমকে যায় সেই যাত্রা। মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নেপথ্যে বিরল যোগ। তাই আজ সকাল সকাল ফের গুন্ডিচাবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বলরামের রথ তালধ্বজ, এরপর সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ এবং সবশেষে জগন্নাথের রথ নন্দীঘোষ। শেষবার ১৯৭১ সালে দু’দিনের রথযাত্রার (Jagannath Rath Yatra) সাক্ষী থেকেছিল পুরীর জগন্নাথ মন্দির। অর্থাৎ ৫৩ বছর পর ফিরল সেই রীতি।
আরও পড়ুন- গোলাবর্ষণ চলছেই গাজায়, ধ্বংস ৫৭ শতাংশ কৃষিজমি! খাদ্যের অভাব
গতকাল ১০ লক্ষেরও বেশি মানুষের সমাগম হওয়ায় বেশ কয়েকবার পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হয়। মৃত্যু হয় একজনের। সূত্রের খবর, ৩০০ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫০ জনকে চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর সেদিকে তাকিয়ে আজ বেশি সতর্ক পুলিশ প্রশাসন। রথযাত্রার দ্বিতীয় দিনেও ভক্তদের ঢল নামল পুরীতে। রথের মধ্যেই আজ মঙ্গলারতি হয়। নিবেদন করা হয় ভোগ।