লাস ভেগাসে মুখোমুখি ধাক্কা বিমানের, মৃত ৪

Must read

প্রতিবেদন : আমেরিকার নেভাদা প্রদেশের উত্তর লাস ভেগাস বিমানবন্দরে (Las Vegas Crash) মুখোমুখি সংঘর্ষ ঘটল দু’টি ছোট বিমানের। এই দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। ফেডেরাল উড়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। একটি সিঙ্গল-ইঞ্জিন পাইপার পিএ-৪৬ বিমানের সঙ্গে ধাক্কা লাগে সিঙ্গল-ইঞ্জিন সেসনা ১৭২-এন বিমানের। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অবতরণ করার প্রস্তুতি নিচ্ছিল সেসনা ১৭২-এন বিমানটি। এ সময় ওই বিমানটির সঙ্গে ধাক্কা লাগে পিএ-৪৬ বিমানটির। ৩০ নম্বর রানওয়ের পূর্বদিকে একটি মাঠে গিয়ে পড়ে পিএ-৪৬ বিমানটি। সেসনা বিমানটি গিয়ে পড়ে পাশের একটি জলাশয়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি বিমানেই দু’জন করে ছিলেন। এই দুর্ঘটনায় (Las Vegas Crash) চারজনেরই মৃত্যু হয়েছে। তবে মৃতদের পরিচয় এবং ঠিকানা এখনও জানানো হয়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আরও পড়ুন: লাগেজ স্পেশাল

Latest article