শেষ বিদায় কেকে

বিদায়। স্ত্রী-ছেলে-মেয়ে, দেশজোড়া অগণিত অনুরাগী, বন্ধু-পরিজন সকলের কাছ থেকে চিরবিদায় নিলেন কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)।

Must read

প্রতিবেদন : বিদায়। স্ত্রী-ছেলে-মেয়ে, দেশজোড়া অগণিত অনুরাগী, বন্ধু-পরিজন সকলের কাছ থেকে চিরবিদায় নিলেন কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। বৃহস্পতিবার দুপুরে বাবার চিতায় মুখাগ্নি করলেন ছেলে নকুল কৃষ্ণ কুন্নাথ। ভারসোভার মুক্তিধাম শ্মশানে জ্বলে উঠল শিল্পীর চিতা। চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন পুত্র নকুল এবং কন্যা তামারা।

আরও পড়ুন-জঙ্গিদের গুলিতে খুন ব্যাঙ্ক ম্যানেজার, কাশ্মীরে আইনশৃঙ্খলা শিকেয়

বিদায়বেলায় স্বামীর বুকের উপর কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী জ্যোতি। বুধবার রাতেই কেকের মরদেহ নিয়ে কলকাতা থেকে মুম্বই পৌঁছেছিলেন প্রয়াত শিল্পীর পরিবার। বৃহস্পতিবার সকাল থেকেই গায়কের দেহ শায়িত ছিল ভারসোভার পার্ক প্লাজা হলে। সেখানে কেকে-কে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন গায়ক হরিহরণ, শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিক, অনুপ জালোটা, সেলিম মার্চেন্ট, অভিজিৎ, জাভেদ আখতার এবং বলিউড জগতের অন্য তারকারা। দুপুর ১টায় ফুলে ফুলে ঢাকা গাড়িতে শায়িত হয়ে অন্তিম যাত্রায় রওনা হন বলিউডের অন্যতম তারকা সংগীতশিল্পী কেকে। পার্ক প্লাজা থেকে ভারসোভার মুক্তিধাম শ্মশানের দূরত্ব বড়জোর পাঁচ মিনিট। অনুরাগীদের ভিড় এড়িয়ে সেই পথটুকু পার হতে সময় লাগল অনেকটাই। কেকের শেষ যাত্রায় অসংখ্য অনুরাগী তাঁরই গাওয়া গান গাইতে গাইতে এগিয়ে চলেন।

Latest article