বিনোদন

লতা মঙ্গেশকরের বায়োপিক, পরিবারের সম্মতির অপেক্ষায় বলিউডের তিন পরিচালক

গত রবিবার চলে গেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar)। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের জগতে রাজ করেছেন তিনি। মধুবালা থেকে মাধুরী দীক্ষিত, এমনকি তার পরবর্তী প্রজন্মের জন্যও গান গেয়েছেন এই সংগীতশিল্পী। বৃহস্পতিবার নাসিকের রামকুন্ডে তাঁর চিতাভস্ম বিসর্জন দেন ভাইপো আদিনাথ মঙ্গেশকর। ইতিমধ্যেই লতা মঙ্গেশকরের বায়োপিক তৈরির পরিকল্পনা শুরু করেছেন বলিউডের প্রথম সারির জনপ্রিয় তিন পরিচালক।

খুব ছোট থেকেই লতার জীবন ছিল কঠিন লড়াইয়ে ভরা। তাঁর ছোটবেলাটা খুব সুখকর ছিল না। বাবা দীননাথ মঙ্গেশকর মারা যাওয়ায় মাত্র ১৩ বছর বয়সেই তাঁকে সংসারের হাল ধরতে হয়েছিল। লতার পরিবারে তখন বিধবা মা আর ছোট ছোট ভাইবোন। তাদের দায়িত্ব এসে পড়ল ছোট্ট লতার (Lata Mangeshkar) ঘাড়ে। লতার হাতে একমাত্র ছিল গান। কিন্তু রোজগারের পরিমাণ বাড়াতে গিয়ে তিনি ফিল্মেও ঢুকেছিলেন। যদিও আটটি ছবিতে কাজ করেও সাফল্যের মুখ দেখেননি তিনি। এমনকী তাঁর জীবনের প্রথম গানও রিলিজ হয়নি। সেটিও বাদ গিয়েছিল ছবি থেকে। পরবর্তী কালের সুরসম্রাজ্ঞীর জীবনের সেই প্রথম গানটি ছিল– ‘নাচু ইয়া গদে’; একটি মারাঠি ছবির জন্য গানটি গেয়েছিলেন তিনি। তবে লতার বাবা এবং মা কেউই চাইতেন না যে, তাঁদের মেয়ে গানকে পেশা হিসেবে নিক বা গান গেয়ে রোজগার করুক। আগামী দিনে কালে কালে তিনিই হয়ে উঠেছিলেন সুরসম্রাজ্ঞী।

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) জীবনযুদ্ধের গল্প বড়পর্দায় তুলে ধরতে চান ৩ জন পরিচালক। লতার বায়োপিক নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছেন রাকেশ ওম প্রকাশ মেহেরা (Rakeysh Omprakash Mehra), আনন্দ এল রাই (Anand L Rai) ও সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। এমনকি সঞ্জয় লীলা বনশালি তাঁর বায়োপিক নিয়ে গত দশ বছর ধরে রিসার্চ করছেন বলেও জানা গেছে। কিন্তু এখন সবই নির্ভর করছে মঙ্গেশকর পরিবারের সম্মতির উপরে। তবে পরিবার ঘনিষ্ঠের তরফে জানা যাচ্ছে, ‘লতাদিদি’র বায়োপিক নিয়ে উৎসাহী তাঁরা। লতার পরিবার চায়, বড়স্কেলে তৈরি হোক এই বায়োপিক। এবার দেখার শেষ অবধি কার চিত্রনাট্য মনে ধরে মঙ্গেশকর পরিবারের ? ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কাকে দেখা যাবে লতার চরিত্রে ? এক সাক্ষাৎকারে হেমা মালিনী লতার চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago