প্রতিবেদন : শহরে ফের সরকারি বাসের লেট নাইট সার্ভিস (night service) চালু করছে পরিবহণ নিগম। গুরুত্বপূর্ণ ২০টি রুটে রাত পৌনে ১১টায় ছাড়বে শেষ বাস। চলবে রাত প্রায় সাড়ে ১২টা অবধি। করোনার সময় থেকে এই সার্ভিস বন্ধ ছিল। যে রুটে বাস মিলবে সেগুলি হল— এসি ২৪এ, এসি৫, এসি৫০এ, এসি ১২ডি, এসি ৩৯, ইবি ১৪, ই১, এস ২৪, এস ৭, এস ৩এ, এস ৩০, এস ১২ডি, এসি ৩৭, এসি ৪৭, এসি ৫৪, এস ১২, এস ১০এ, এস ৩১, ই ৩২, এস ২২।
আরও পড়ুন-আজ শিক্ষকদের প্রতিবাদের মহামিছিল, যাদবপুরেই হবে সম্মেলন
বাসগুলি মিলবে ধর্মতলা, এক্সাইড মোড়, রাসবিহারী, টালিগঞ্জ মেট্রো, কামালগাজি, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ঠাকুরপুকুর, বেহালা ১৪ নম্বর, তারাতলা, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, পিটিএস। পাশাপাশি দূরপাল্লার রুটে ৬টি ভলভো বাস কিনছে রাজ্য।