সাইবার প্রতারকদের হুমকিতে আত্মঘাতী আইনজীবী

সাইবার প্রতারকদের ফোনে বিভ্রান্ত হয়ে আত্মঘাতী হলেন এক প্রবীণ আইনজীবী। ঘটনাটি ঘটেছে ভোপালের জাহাঙ্গিরবাদে।

Must read

ভোপাল: সাইবার প্রতারকদের ফোনে বিভ্রান্ত হয়ে আত্মঘাতী হলেন এক প্রবীণ আইনজীবী। ঘটনাটি ঘটেছে ভোপালের জাহাঙ্গিরবাদে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শিবকুমার ভার্মা (৬৮)। সোমবার রাতে গরবেরি এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সুইস্যাইড নোটে ওই আইনজীবী বলেছেন, তাঁকে হুমকি দিচ্ছিল প্রতারকরা।

আরও পড়ুন-মানুষ মারার চক্রান্ত এসআইআর, নিজেদের অস্ত্রেই এবার বধ হবে বিজেপি, তোপ মন্ত্রীর

বলেছিল, পহেলগাঁও জঙ্গিহামলার তিনি আর্থিক সাহায্য করেছেন বলে তাঁকে মামলায় জড়িয়ে দেওয়া হবে। তাঁর অভিযোগ, একব্যক্তি তাঁর নাম ব্যবহার করে একটি বেসরকারি ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্টও খোলে। সম্ভবত সেই অ্যাকাউন্টে অপব্যবহারও হয়েছে। আইনজীবীর বক্তব্য, তাঁকে কিছুতেই দেশবিরোধী হিসেবে অভিযুক্ত বলার ঘটনা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাঁর দাবি, ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় তিনি দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অনেকের শেষকৃত্যও করেছিলেন।

Latest article