যাচ্ছেন না আইনজীবীরা

অন্যান্য আইনজীবীরা অবশ্য যথারীতি উপস্থিত ছিলেন। মামলাতে অংশও নিয়েছেন। সরকারি আইনজীবীদের অনুপস্থিতিতেই এজলাসের কাজকর্ম চলেছে।

Must read

প্রতিবেদন : অচলাবস্থার (deadlock) অবসান বলতে যা বোঝায়, তা কিন্তু এখনও দেখা যাচ্ছে না কলকাতা হাইকোর্টে (Kolkata highcourt)। বুধবারও বিচারপতি (Justice) রাজাশেখর মান্থার এজলাসে হাজির হননি সরকারি আইনজীবীরা। অন্যান্য আইনজীবীরা অবশ্য যথারীতি উপস্থিত ছিলেন। মামলাতে অংশও নিয়েছেন। সরকারি আইনজীবীদের অনুপস্থিতিতেই এজলাসের কাজকর্ম চলেছে।

আরও পড়ুন-জয়দেবে মনের মানুষে শোনা যায় সহজিয়া

পুলিশ বিভিন্ন মামলার রিপোর্ট পেশ করেছে নিজেরাই। মামলার প্রেক্ষিতে অর্ডারও দিয়েছে আদালত। অর্থাৎ এজলাসের সামনে বিক্ষোভ না হলেও কিংবা ঘোষিতভাবে এজলাস বয়কট না হলেও পরিস্থিতি যে এখনও মোটেই স্বাভাবিক হয়নি তা স্পষ্ট। নতুন করে কোনও অশান্তির ঘটনাও ঘটেনি।

Latest article