শনিবার ৯ অগাস্ট বালিগঞ্জের (Ballygunj) অভিজাত আবাসনের নিচ থেকে আইনজীবীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। পুলিশ সূত্রে খবর, চারতলায় তাঁর ফ্ল্যাটের জানলা থেকে হঠাৎ নিচে পড়ে মৃত্যু হয় ওই আইনজীবীর। তবে এটা দুর্ঘটনা নাকি এই ঘটনার পেছনে অন্য কিছু আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, নিহত ওই আইনজীবী কৌস্তভ দাসের বয়স ৫২। ওই আইনজীবী কলকাতা হাইকোর্টে ওকালতি করেন এবং অভিজাত আবাসনের চারতলায় থাকেন। স্ত্রী ও একমাত্র ছেলে নিয়েই ছিল সংসার। তাঁর ফ্ল্যাটের স্লাইডিং জানলা। জানলা সারাইয়ের কাজ চলছিল। তাই গ্রিল খোলা ছিল।
আরও পড়ুন-”অভিযোগ না পেলেও স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত করব” আশ্বাস নগরপালের
জানা গিয়েছে, শনিবার রাতে তিনি ওই জানলার পাশে বসেছিলেন। সেই সময় হঠাৎ একেবারে নিচে পড়ে যান তিনি। আওয়াজ পেয়ে আবাসিকরা দৌড়ে গিয়ে দেখেন ওই আইনজীবী নীচে পড়ে আছেন এবং রক্তে ভেসে যাচ্ছে চারদিক। তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জানলায় বসে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায় কৌস্তভ দাসের আর তার ফলেই নীচে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে নেপথ্যে আরও কিছু রয়েছে কিনা সেই বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না।
কিছুদিন আগেই হাওড়াতেও বালটিকুরীর নস্করপাড়ায় জানলা গলে পড়ে মৃত্যু হয় বছর তিনেকের এক শিশুর। অভয় পোরেল নামে ওই শিশুটি বাবা-মায়ের সঙ্গে ফ্ল্যাটে ভাড়া থাকত। ওই ফ্ল্যাটটির একেবারে উপরতলায় টিনের ছাউনি দিয়ে ঘরটি তৈরি হয়েছিল। জানলায় কোনও গ্রিল না থাকায় এমন ঘটনা ঘটে।