বঙ্গ

সীমান্ত পাহারায় শৈথিল্য বিএসএফের, থমথমে মেখলিগঞ্জ থেকে মালদহ

প্রতিবেদন : বাংলাদেশ সীমান্তে এখনও টেনশন অব্যাহত। মেখলিগঞ্জ থেকে মালদহ— থমথমে সীমান্ত এলাকা। বিএসএফের নজরদারিতে শৈথিল্য ও বেশ কিছু ক্ষেত্রে বেনিয়ম প্রকাশ্যে এনে দিয়েছে সীমান্ত এলাকার সুরক্ষার বিষয়টি। অরক্ষিত এলাকায় কাঁটাতারের বেড়া দিতে গেলেও এবার বিজিবির বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিএসএফ কোনও কোনও ক্ষেত্রে রণভঙ্গ দিলেও এপার বাংলার গ্রামবাসীরা একজোট হয়ে সীমান্ত পাহারায় রুখে দাঁড়াচ্ছেন। কার্যত এ রাজ্যের বাসিন্দাদের মনের জোর আর সংঘবদ্ধ হওয়ার কারণেই কিছুটা হলেও কাজ হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। বালুরঘাট-হিলি সীমান্তেও পরিস্থিতি একই রকম প্রায়। উন্মুক্ত সীমান্ত এলাকায় ভারতীয় কৃষিজমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার থেকেই উত্তেজনা ছড়িয়ে ছিল কুচলিবাড়ি গ্রামে। বিএসএফের ০৬ ব্যাটেলিয়ান শনিবার দিনভর কড়া নিরাপত্তায় ঘিরেছে গোটা এলাকা৷ জানা গেছে শনিবার নতুন করে বেড়া দেওয়ার কাজ হয়নি। তবে রবিবার ফের ভারতীয় কৃষকরা এই বেড়া দেওয়ার কাজ শুরু করতে পারে বলে সম্ভাবনা রয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তের এপারে মেখলিগঞ্জ আর ওপারে আছে বাংলাদেশের দহগ্রাম অঙ্গারপোতা গ্রাম। বাংলাদেশের এই গ্রামের বাসিন্দারা তিন বিঘা করিডর হয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াত করেন। বাংলাদেশের গ্রামে সীমান্ত এলাকা ঘিরে রেখেছে বিজিবি। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কাঁটাতারহীন অবাধ এলাকা৷ কুচলিবাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় অনায়াসে বাংলাদেশি দুষ্কৃতীরা যাতায়াত করে ভারতীয় জমিতে। এমনকী রাতের অন্ধকারে ভারতীয়দের গরু নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। বিএসএফকে এ-ব্যাপারে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিজেরাই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছেন।

আরও পড়ুন-সেবাশ্রয়ে ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা! ডাক্তার-স্বেছাসেবকদের ধন্যবাদ সাংসদের

দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু অংশ কাঁটাতারে ঘেরা না থাকলেও মূলত সীমান্তের বেশিরভাগ অংশই কাঁটাতার দিয়ে ঘেরা। কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর, চকরাম, হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরপাড়া, শ্রীরামপুর, উত্তর জামালপুর, পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আপতর, হিলি গ্রাম পঞ্চায়েতের হাঁড়িপুকুর-সহ একাধিক জায়গায় কাঁটাতারের ওপারে রয়েছে ভারতীয় কৃষকদের কৃষিজমি। যে জমিতে চাষাবাদ করেন সীমান্ত-ঘেঁষা গ্রামের কৃষকরা। কিন্তু বেশ কয়েক বছর ধরে তাঁদের চাষাবাদে সমস্যা হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন।

আরও পড়ুন-মাসের পর মাস বান্ধবীর দেহ রেখে দিল ফ্রিজে! ভয়াবহ ঘটনা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে

মালদহের শুকদেবপুর ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এখন আর হবে না, প্রেস বিজ্ঞপ্তি করে বিএসএফের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। ফলে উন্মুক্ত অবস্থায় থাকবে শুকদেবপুরের ১২০০ মিটার সীমান্ত এলাকা। বর্তমানে এই এলাকায় বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানের সংখ্যা। এমনকী বাড়ানো হয়েছে নজরদারিও। ঘটনার পর থেকে শুকদেবপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কমেছে ছাত্রছাত্রীর সংখ্যা। এলাকার অভিভাবকেরা ভয়ে ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না বলে জানিয়েছেন শুকদেবপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ পাল। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ বিজিবির মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই ভয়ে গ্রামবাসীরা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago