লক্ষ্মণ বললেন বিরাটকে আরও ধৈর্য ধরতে হবে

Must read

মুম্বই, ৫ ডিসেম্বর : নেই নেই করে দুটো বছর পার হয়ে গেল। বিরাট কোহলির ব্যাটে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। শেষবার বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তার পর থেকে তাঁর ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। রবিবারও ভারত অধিনায়কের কাছে সুযোগ ছিল এই খরা কাটানোর। কিন্তু ৩৬ রান করে রচিন রবীন্দ্রর অফ স্টাম্পের বাইরের বল উইকেটে টেনে আনলেন বিরাট।

আরও পড়ুন-হাওড়ায় গঙ্গার ঘাট ঘুরে দেখলেন মন্ত্রী

প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ মনে করছেন, বিরাটের টেকনিকে কোনও ভুল নেই। তবে সমস্যাটা মানসিকতা। তিনি বলছেন, ‘‘বিরাটকে ব্যাট করার সময় আরও ধৈর্য ধরতে হবে। ও যখনই ব্যাট করতে নামছে, সবাই ধরেই নিচ্ছে যে, এটাই সেই ম্যাচ। বিরাট আজই সেঞ্চুরি করবে। বিরাটের অবচেতন মনেও এই ব্যাপারটা কাজ করছে।’’

আরও পড়ুন-বৃষ্টি উপেক্ষা করেই রবিবাসরীয় প্রচার

লক্ষ্মণ আরও যোগ করেছেন, ‘‘বিরাটের টেকনিকে কোনও ভুল নেই। ক্রিজে গিয়ে ব্যাটের মাঝখান দিয়ে খেলছে। ওর টাইমিং নিয়েও কোনও সমস্যা নেই। আমি মনে করি, সেঞ্চুরির কথা ভুলে গিয়ে বিরাট ক্রিজে গিয়ে মন দিয়ে ব্যাট করুক। তাহলেই বড় ইনিংস খেলতে পারবে। দীর্ঘদিন কোনও সেঞ্চুরি পায়নি বলেই, ও তাড়াহুড়ো করছে।’’

আরও পড়ুন-নবান্নে কমান্ড সেন্টার

একই সঙ্গে চেতেশ্বর পূজারার অফ ফর্ম নিয়ে চিন্তিত ভিভিএস লক্ষ্মণ। মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন নম্বরের পরিবর্তে ওপেন করতে এসেও বড় ইনিংস খেলতে ব্যর্থ সৌরাষ্ট্রের অভিজ্ঞ ক্রিকেটার। যা দেখে লক্ষ্মণ বলে দিচ্ছেন, ‘‘পূজারার দীর্ঘদিন ধরে সেঞ্চুরি না পাওয়া চিন্তার বিষয়। কারণ, ও সাধারণত তিন নম্বরে ব্যাট করে। এই জায়গায় ব্যাট করলে পাঁচ বা ছয় নম্বর ব্যাটারের থেকে অনেক বেশি সুযোগ পাওয়া যায় সেঞ্চুরি করার।’’

Latest article