বঙ্গ

মাস পেরোনোর আগেই ‘‘লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পে এক কোটিরও বেশি মহিলার আবেদন

প্রতিবেদন : নেহাতই নির্বাচনী ভাষণ নয়, যেমন কথা তেমন কাজ। একুশের নির্বাচনে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করছেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়ন ও মহিলাদের স্বনির্ভরতা জোগাতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী তো ছিলই, তার সঙ্গে এবার মহিলাদের জন্য ‘‘লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্প শুরু হয়েছে রাজ্যজুড়ে। আর মুখ্যমন্ত্রীর এই প্রকল্প পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহরে ব্যাপক সাড়া ফেলেছে। তুমুল উন্মাদনা ও উৎসাহের সঙ্গে মহিলারা আবেদন করছেন। সবকিছুই হচ্ছে উৎসবের মেজাজে। তারই ফলস্বরূপ এক মাসেরও কম সময়ে এক কোটিরও বেশি মহিলা ‘‘লক্ষ্মীর ভাণ্ডারে’’ প্রকল্পের সুবিধা পেতে আবেদন পত্র জমা দিয়েছেন বাড়ির পাশে দুয়ারে সরকার শিবিরে।

আরও পড়ুন :“কন্যাশ্রীর সাহায্যে আমার গ্রামে আমি প্রথম কন্যাশ্রীর ২৫ হাজার টাকা পেয়ে কলেজে ভর্তি হয়েছি”

জানা গিয়েছে, প্রকল্প শুরু হওয়ার মাত্র ২৫দিনের মধ্যে দুয়ারে সরকার শিবিরে এসেছেন প্রায় ৩ কোটিরও বেশি মানুষ। যেখানে শুধুমাত্র ‘’লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যের ৬৫ হাজার ৭১টি শিবির থেকে আবেদন জমা পড়েছে ১ কোটি ১০ লক্ষের বেশি। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। তার মাত্র ২৫ দিনেই এই বিপুল সংখ্যক আবেদন কার্যত নজিরবিহীন। প্রকল্পের সঙ্গে যুক্ত রাজ্য সরকারের আধিকারিকদের অনুমান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রায় ২ কোটি মহিলা আবেদন জানাতে পারেন।

উল্লেখ্য, এই প্রকল্পে সাধারণ মহিলারা প্রতিমাসে পাবেন ৫০০ টাকা করে। এসসি, এসটি, মহিলারা পাবেন মাসে ১ হাজার টাকা করে।

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

11 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

20 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

56 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago