সংবাদদাতা, দিঘা : আড়াই বছরের শিশুসন্তান অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সঙ্গেই থাকতে হচ্ছে মাকে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারছিলেন না। এ কথা জানতে পেরেই ব্যবস্থা নিলেন জেলাশাসক। বুধবার দিঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জানতে পারেন, রামনগর থানার হীরাপুর গ্রামের বাসিন্দা সঞ্চিতা রায় শ্যামলের আড়াই বছরের শিশুপুত্র গুরুতর অসুস্থ হয়ে সেখানে ভর্তি।
আরও পড়ুন : নারদকাণ্ডে তৃণমূল নেতাদের বিরুদ্ধেই চার্জশিট! মেরুদণ্ডহীন শুভেন্দু কেন বাদ? প্রশ্ন কুণালের
ছেলের কাছেই আছেন সঞ্চিতা দেবী। তিনি দুশ্চিন্তা করছিলেন, দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে যাবে, আর হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করা হবে না। বিষয়টি জানামাত্র সঙ্গে থাকা রামনগর ১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়কে নিয়ে শিশুদের ওয়ার্ডে গিয়ে সঞ্চিতা দেবীর সঙ্গে কথা বলেন জেলাশাসক। তারপর যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পান তিনি, তার জন্য বিডিওকে ব্যবস্থা নিতে বলেন। বিডিও বিষ্ণুপদ রায় সঙ্গে সঙ্গে সঞ্চিতা দেবীর জন্য লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্র নিয়ে আসেন। আর সেই ফর্ম তাঁর হাতে তুলে দেন জেলাশাসক। সেই ফর্মের রেজিস্ট্রেশন ও অনুমোদন দুটোই করে দেন বিডিও। ফর্ম পেয়ে রীতিমতো খুশি সঞ্চিতা দেবী। তিনি বলেন, স্বয়ং জেলাশাসক ও বিডিও আমার কাছে এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলে দেবেন, তা ভাবতে পারিনি। আমি আপ্লুত। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, সবাই যাতে এই প্রকল্পের ফর্ম পান, সে জন্য আমরা আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের দিয়ে ইতিমধ্যে বাড়ি বাড়ি ফর্ম বিলি শুরু করেছি।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…