পথে চলতে গেলে দুর্ঘটনা নতুন কিছু নয়। এমনই এক দুর্ঘটনার সম্মুখীন হন এক যুবক। জানা গিয়েছে, বাইক থেকে রাস্তায় পড়ে গিয়েছিলেন। এর ফলে মাথায় চোট লেগে জ্ঞান হারান তিনি। কিন্তু জ্ঞান ফিরতেই দেখলেন, হাতের চারটি আঙুল নেই। এই ঘটনায় রীতিমতো হুলুস্থুলু পড়ে গেল।পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হলে পুলিশের হাতে যে তথ্য এল, তাতে সকলেরই চক্ষু চড়কগাছ।
আরও পড়ুন-প্যান্টোগ্রাফ ভেঙে পড়ল, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস
সূত্রের খবর, আহমেদাবাদের ময়ূর তারাপারা (৩২) নামের এক যুবক পুলিশকে জানিয়েছিলেন, কেউ বা কারা তাঁর অজ্ঞান হয়ে যাওয়ার সুযোগে হাতের আঙুল কেটে নিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করেছিল, কালাজাদুর জন্য হাতের আঙুল কেটে নেওয়া হয়েছে। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে অন্য কেউ নয়, ওই যুবক নিজেই হাতের আঙুল কেটে নিয়েছে। কাজ করতে যেন না হয় সেই কারণেই তিনি এমন কাজ করেছেন বলে জানান। যুবকের এক আত্মীয়ের হিরের ব্যবসা রয়েছে সুরাটে। সেখানে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেন এই যুবক। সেই কাজ আর ভাল লাগছিল না। আত্মীয়কে মুখে উপরে বলতেও পারছিলেন না। তাই কাজ এড়াতে নিজের হাতেরই চারটে আঙুল কেটে নেয়।