ঢিলেমি বরদাস্ত নয়, শিল্প-বৈঠকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর

যখন-তখন কর্মী ছাঁটাই চলবে না। ১৪ এপ্রিল কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন।

Must read

প্রতিবেদন : বাণিজ্যে বসতি বাংলা। এটা এখন গোটা দেশেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সদ্যসমাপ্ত রাজ্যের শিল্প-সম্মেলনেও তার প্রমাণ পাওয়া গিয়েছে প্রতি পদেই। কিন্তু শিল্পসংক্রান্ত বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে কোনওরকম ঢিলেমি তিনি বরদাস্ত করবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরের শিল্প-বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সব দফতরের সচিব, পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-সহ ভূমি দফতরকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে। বৈঠকে উপস্থিত শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, সরকার আপনাদের পাশে সবরকমভাবে আছে-থাকবে। কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে যাতে কোনওরকমভাবে আচমকা অপ্রয়োজনীয় ভাবে কর্মী ছাঁটাই না করা হয়। তাঁর কথায়, কর্মীদের স্বার্থও দেখতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরি করা হবে। প্রতি চার সপ্তাহ অন্তর এই কমিটি বৈঠকে বসবে। আগামী তিনদিনের মধ্যে জেলাশাসকের নেতৃত্বে প্রতিটি জেলায় কমিটি তৈরি করা হবে। বিশেষ করে জমি সংক্রান্ত বিষয়ে শিল্পগোষ্ঠীকে ছাড়পত্র দিতে যেন কোনওরকম গড়িমসি না করা হয়। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, স্থানীয়স্তরে কোনও সমস্যা তৈরি করা যাবে না। যে বা যারা করবে তাদের রেয়াত করা যাবে না। ল্যান্ড ব্যাঙ্ক কোন জেলায় কী অবস্থায় আছে এবং তা কীভাবে ব্যবহারযোগ্য করা যায়, সব জেলাতে তা খতিয়ে দেখতে বলা হয়েছে। সোমবার শিল্প বৈঠকের পরেই ইনভেস্টমেন্ট সিনার্জি পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেখানে শিল্পপতিরা যেকোনও সমস্যার কথা, পরামর্শ, তথ্য— সবই জানাতে পারবেন, তার সমাধানও মিলবে। ট্রেড ইউনিয়নগুলির মুখ্যমন্ত্রীর বার্তা, অহেতুক কোনও সমস্যা তৈরি করবেন না। কর্মীদের কোনও সমস্যা থাকলে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান করবেন। কমিটি সংক্রান্ত সব রেকর্ড মুখ্যসচিবকে দিতে হবে। তা খতিয়ে দেখে পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। সমস্ত পড়ে থাকা কাজ অবিলম্বে সেরে ফেলতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, অনেক অনুরোধ করা হয়েছে। এবার আর অনুরোধ করা নয়, অ্যাকশন হবে। ‘আড্ডা’র কাজে খুশি তিনি। ইন্ডিস্ট্রিয়াল পার্কের জন্য অনেক জমি পড়ে আছে। তা কাজে লাগানো হবে। ভূমি দফতরকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, কারও পাট্টা যেন আটকে রাখা না হয়। সব কাজ হবে কেন্দ্রীয়ভাবে।

আরও পড়ুন- ভুয়ো ভোটার কার্ড চক্রান্তের পূর্ণাঙ্গ তদন্ত দাবি তৃণমূলের

Latest article