কালীঘাটে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে নেত্রী ও অভিষেক

বিজয়ার শুভেচ্ছা ও আন্তরিকতায় ভাসল কালীঘাট। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন নেতা-কর্মীরা।

Must read

প্রতিবেদন : বিজয়ার শুভেচ্ছা ও আন্তরিকতায় ভাসল কালীঘাট। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন নেতা-কর্মীরা। সকলে শুভেচ্ছা জানান তাঁদের প্রাণপ্রিয় নেত্রীকে। মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, সুজিত বসু-সহ একাধিক নেতা-নেত্রী আসেন শুভেচ্ছা জানাতে। জেলা থেকেও অনেকে এসেছিলেন। মুখ্যমন্ত্রীও সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান। সঙ্গে হয় মিষ্টিমুখ। এরপর রাতে সোশ্যাল মিডিয়ায় বাংলাকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন— কালীঘাটে দলীয় সহকর্মীদের নিয়ে বিজয়া পালন করলাম। দুর্গোৎসব বাঙালির কাছে শুধু আনন্দ উৎসব নয়, মিলন, ঐক্য ও সৌভ্রাতৃত্বের এক অনন্যস্বরূপ। বিজয়ার সুরে বেজে উঠুক আগমনির সুর।

আরও পড়ুন-নিম্নচাপের জেরে অতিবৃষ্টি রাজ্যে দুর্যোগ লক্ষ্মীতেও

একই ছবি ধরা পড়ে কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও। দুপুর থেকেই কলকাতা-জেলার নেতা-কর্মীরা ভিড় করতে থাকেন। বিকেলে বেরিয়ে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকলের অভিবাদন গ্রহণ করেন। এরপর এক-এক করে নেতা-নেত্রীদের সঙ্গে সৌজন্য-বিনিময় করেন। একান্ত আলাপচারিতায় মাতেন। সেখানে মন্ত্রী-বিধায়কেরা শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভগ্ন হৃদয় ও চোখের জলে মা দুর্গাকে আমরা বিদায় জানালাম এই আশা নিয়ে আবার এসো মা। এদিন দলীয় সহকর্মীদের সঙ্গে মিলিত হলাম যারা সারাবছর ধরে দলের জন্য প্রাণপাত করেন। কথা হলো মিডিয়া ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও। হলো মত বিনিময়।

Latest article