দিল্লিকো বদল ডালো বাংলার দুর্জয় ঘাঁটি থেকে আহ্বান নেত্রীর

একুশের মঞ্চ থেকে এবার দিল্লিতেও পরিবর্তনের ডাক দিলেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দিল্লিকো বদল ডালো।

Must read

দেবনীল সাহা
একুশের মঞ্চ থেকে এবার দিল্লিতেও পরিবর্তনের ডাক দিলেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দিল্লিকো বদল ডালো। এদিন রেকর্ড ভিড়ের জনসমুদ্রকে সাক্ষী রেখে জননেত্রী বলেন, এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব। তাঁর সংযোজন, যতবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে বাংলা-বিরোধী বার্তা দিয়েছেন ততবার বাংলার মানুষ তাঁদের বিসর্জন দিয়েছে। সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ইতিহাস মনে করিয়ে নেত্রীর বার্তা, আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। আর এবার নোটিফিকেশন পাঠিয়েছে। একমাসের জন্য যাকেই সন্দেহ হবে তাকেই জেলে রাখা হবে।

আরও পড়ুন-শেষ চারে উঠে নজির দিব্যার

আজ এক হাজারের উপর লোক, কাউকে বাংলাদেশে নিয়ে গিয়েছে, কাউকে রাজস্থান, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে এমনকী ওড়িশার জেলে নিয়ে গিয়েছে। বলে দিয়েছে— জুলাই মাসে বেআইনি বাংলাদেশি নাগরিকদের, রোহিঙ্গাদের ডিপোর্টেশনের কাজ শুরু করতে হবে। আমাদের বলছে সেন্ট্রাল ফোর্স থেকে নোডাল অফিসার তৈরি করতে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ দেবে। বাংলার পরিচয় থেকে বাদ দেবে। এসব বাংলা বরদাস্ত করবে না। আমরা ওদের জব্দ করব, স্তব্ধ করব। এদিন মঞ্চে দুই শহিদ পরিবারকে সম্মান জানান নেত্রী। এছাড়াও দলকে একগুচ্ছ কর্মসূচিও দিয়ে দিয়েছেন। এদিন একুশের ভিড় অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। মঞ্চের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অন্যান্য রাজ্যের নেতা-নেত্রী, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। এছাড়াও ছিলেন দলের অন্যান্য পদাধিকারীরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই লক্ষ লক্ষ মানুষ নেত্রীর কথা শুনেছেন। আর বাড়ির পথ ধরেছেন বিজেপিকে দেশ থেকে উপড়ে ফেলার অঙ্গীকার নিয়ে। এদিন রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় আইনশৃঙ্খলা থেকে বিনিয়োগ কতটা এগিয়ে, তথ্য পরিসংখ্যান-সহ তুলে ধরেন তিনি। সম্প্রীতির বাংলায় বিভাজনকারী বিজেপির যে কোনও ঠাঁই নেই তাও স্পষ্ট করে দেন তিনি। এদিন জগন্নাথধামের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার বাংলায় দুর্গা অঙ্গন করব। জনসমুদ্রে তখন হাততালির ঝড়।

Latest article