প্রতিবেদন : নেতাজি ইন্ডোরে নেত্রীর ডাকে মেগা সভা। সেই সভায় যোগ দিতে দলের সার্কুলার অনুযায়ী নেতৃত্ব-প্রতিনিধিরা বুধবারই শহের এসে পড়লেন। ডেলিগেড কার্ড নেওয়া থেকে শুরু করে নেতাজি ইন্ডোর একঝলক ঢুকে দেখার সবই চলল দিনভর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই মেগা সভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কী বক্তব্য রাখবেন তা শুনতে মুখিয়ে রয়েছেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।
আরও পড়ুন-সরস্বতীবন্দনা, গায়ত্রী মন্ত্র মুখস্থ ২৩ মাসের শিশুর, গড়ল রেকর্ড
নেত্রীর কথা পাথেও করেই আগামী দিনে পথ চলবে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, অলোক দাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ দলীয় নেতৃত্ব সকাল থেকেই হয়ে জেলার নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন, চলেছে কার্ড বিলি। দলের নির্দেশ অনুুসারে নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার কোথায় গেট, কোথা দিয়ে যাবেন, কোথায় বসবেন, তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সভার কাজ শুরু হবে। তার আগেই সকাল থেকেই সেখানে যেতে শুরু করবেন সকলে। যাঁরা নেতাজি ইন্ডোরের ভিতরে ঢুকতে পারবেন না তাঁদের জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বাইরে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থাও থাকছে।