বিরাটের দিকেই তির, নেতৃত্ব কারও জন্মগত অধিকার নয় : গম্ভীর

বিরাট কোহলির টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে যখন ভারতীয় ক্রিকেট মহল উত্তাল, তখন গৌতম গম্ভীর সাফ জানাচ্ছেন, জাতীয় দলের অধিনায়কত্ব কারও জন্মগত অধিকার নয়।

Must read

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : বিরাট কোহলির টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে যখন ভারতীয় ক্রিকেট মহল উত্তাল, তখন গৌতম গম্ভীর সাফ জানাচ্ছেন, জাতীয় দলের অধিনায়কত্ব কারও জন্মগত অধিকার নয়।
এই প্রসঙ্গে গম্ভীরের বক্তব্য, ‘‘নেতৃত্ব কারও জন্মগত অধিকার নয়। এমএস ধোনির মতো ব্যক্তিত্বও অধিনায়কের ব্যাটন বিরাটের হাতে তুলে দিয়েছিল। ধোনি ক্যাপ্টেন হিসেবে তিন-তিনটি আইসিসি ট্রফি জিতেছে। ৩-৪টে আইপিএল ট্রফিও জিতেছে। কিন্তু ধোনিও বিরাটের নেতৃত্বে খেলেছে।”

আরও পড়ুন-জেতার বিশ্বাসটাই তৈরি করে দিয়েছিল বিরাট : রাহুল

প্রাক্তন ভারতীয় ওপেনার এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আমার মনে হয় বিরাটের উচিত রান করার দিকে মনোযোগ দেওয়া। এই মুহূর্তে এটাই ওর জন্য বেশি জরুরি। প্রত্যেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। নেতৃত্ব দেওয়ার নয়।”
এদিকে, মঙ্গলবার বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবেগপূর্ণ পোস্ট করেছেন মহম্মদ সিরাজ। তিনি লিখেছেন, ‘আমার সুপার হিরো। যে সমর্থন ও সাহস তোমার কাছ থেকে আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা স্বীকারও কম হবে। তুমি সব সময় আমার কাছে একজন অসাধারণ বড় ভাই থেকে যাবে। আমার ওপরে বিশ্বাস ও ভরসা রাখার জন্য ধন্যবাদ। তুমি চিরদিন আমার ক্যাপ্টেন থাকবে কিং কোহলি।’

Latest article