Leander Paes: মাছের বাজার থেকে ফুটবল মাঠ, গোয়া মাতাচ্ছেন লিয়েন্ডার

একই সঙ্গে অন্যান্য রাজ্যের মতো গোয়াতেও কংগ্রেস কিছুই করেনি, সেকথাও উঠে আসছে বারবার। বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন।

Must read

পানাজি : তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার ও জনসংযোগের দ্বিতীয় দিনে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ তাঁর দিন শুরু করলেন গোয়ার আসোলনার মারুতি মন্দিরে পুজো দিয়ে।

শুক্রবার সাতসকালেই গোয়ায় দলের আর এক নেত্রী স্বাতী কেরকার ও দলের নেতা আন্তেনিও ক্লোভিসকে সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছে যান লিয়েন্ডার। সেখানে কিছু সময় কাটিয়ে চলে যান আসোলনার ফিশ মার্কেটে।

আরও পড়ুন-South East Railway: দক্ষিণ-পূর্ব রেল বাড়়াচ্ছে ট্রেন

বৃহস্পতিবারের মতো এদিনও স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন। এদিন একেবারে আসোলনার স্থানীয় মাছ বাজারের ভিতরে গিয়ে মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। মাছের ব্যবসা করে ওঁদের জীবন কেমন চলছে, কেমন আছেন ওঁরা তা জিজ্ঞেস করেন।

লিয়েন্ডার পেজের মতো আন্তর্জাতিক মানের তারকা টেনিস খেলোয়াড় যেভাবে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের সুখ-দুঃখের কথা জিজ্ঞেস করছেন, তাতে তাঁরা অবাক হলেও বেশ খুশি। কেননা আজ পর্যন্ত গোয়ার শাসক দল অর্থাৎ বিজেপির কোনও নেতা-মন্ত্রী কেউই তাঁদের খোঁজ রাখেননি।

আরও পড়ুন-নির্বিঘ্নে ভোট করতে তৎপর কমিশন

এত বছরে এই প্রথম এত আন্তরিকভাবে তাঁদের কথা কেউ জিগ্যেস করল। এই ঘটনায় আপ্লুত গোটা আসোলনা।
লিয়েন্ডার নিজে টেনিসের মহাতারকা হলে কী হবে, তিনি ফুটবলেরও যথেষ্ট ভক্ত। শুক্রবার টোলেকান্টো ফুটবল গ্রাউন্ডে যান তৃণমূল কংগ্রেস নেতা লিয়েন্ডার। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একটি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এই মাঠে হাজির হন তিনি। পরে সেখানেই স্থানীয়দের সঙ্গে ফুটবল মাঠে নেমে পড়েন। সকলের চোখে তখন বিস্ময়৷

আরও পড়ুন-Soumitra Chatterjee: সৌমিত্র স্মরণে মঞ্চে টাইপিস্ট

গোয়ায় লিয়েন্ডার পেজদের কয়েক পুরুষের বাস। গোয়া তাঁর কাছে নতুন নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে তাঁর প্রথম রাজনৈতিক সফরে গত দু’দিন ধরে যেভাবে তিনি গোয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে গোয়ার সাধারণ মানুষের পালস্ বোঝার চেষ্টা করছেন তা নিশ্চিতভাবে ডিভিডেন্ড দেবে তৃণমূল কংগ্রেসকে। আর অবশ্যই চাপে রাখবে শাসক দল বিজেপিকে।

একই সঙ্গে অন্যান্য রাজ্যের মতো গোয়াতেও কংগ্রেস কিছুই করেনি, সেকথাও উঠে আসছে বারবার। বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস যেভাবে গোয়ায় সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে এবং লিয়েন্ডার পেজের মাপের তারকা একেবারে জমিতে নেমে প্রচার শুরু করেছেন তাতে অশনিসংকেত দেখছে বিজেপি। ভয় পাচ্ছে তারা।

Latest article