প্রতিবেদন : সেলমা ডি’সিলভার সঙ্গে দেখা করে মোহিত লিয়েন্ডার পেজ। এই মুহূর্তে গোয়ার নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের চমক টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আজ নিজের নির্বাচনী প্রচারের মধ্যেই তিনি পৌঁছে গেলেন প্রাক্তন অলিম্পিয়ান এবং জাতীয় হকি স্বর্ণপদক বিজয়ী কিংবদন্তি সেলমা ডি’সিলভা-এর সাথে দেখা করতে। গল্প আড্ডার মধ্যেই কেটে গেল বেশ কিছু স্মরণীয় মুহূর্ত। এরপরই লিয়েন্ডার নিজের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করেন:
আরও পড়ুন : Syriaco Dias: সিরিয়াকো ডায়াসকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হল
‘মস্কো ১৯৮০এর প্রাক্তন অলিম্পিয়ান এবং জাতীয় হকি স্বর্ণপদক বিজয়ী কিংবদন্তি সেলমা ডি’সিলভা-এর সাথে দেখা করে আনন্দিত হয়েছিল৷ তার মতো মহিলারা হাজার হাজার তরুণীকে খেলাধুলা করতে অনুপ্রাণিত করেছিল এবং ফলাফল এই বছর টোকিওতে স্পষ্ট হয়েছিল!’
আরও পড়ুন-নির্বিঘ্নে ভোট করতে তৎপর কমিশন
গোয়ায় এমনিতেই জোরকদমে দলের প্রচার করছেন লিয়েন্ডার। সম্প্রতি স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন। এদিন একেবারে আসোলনার স্থানীয় মাছ বাজারের ভিতরে গিয়ে মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। মাছের ব্যবসা করে ওঁদের জীবন কেমন চলছে, কেমন আছেন ওঁরা তা জিজ্ঞেস করেন। লিয়েন্ডার পেজের মতো আন্তর্জাতিক মানের তারকা টেনিস খেলোয়াড় যেভাবে একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের সুখ-দুঃখের কথা জিজ্ঞেস করছেন, তাতে তাঁরা অবাক হলেও বেশ খুশি। কেননা আজ পর্যন্ত গোয়ার শাসক দল অর্থাৎ বিজেপির কোনও নেতা-মন্ত্রী কেউই তাঁদের খোঁজ রাখেননি।
এত বছরে এই প্রথম এত আন্তরিকভাবে তাঁদের কথা কেউ জিগ্যেস করল। এই ঘটনায় আপ্লুত গোটা আসোলনা।
লিয়েন্ডার নিজে টেনিসের মহাতারকা হলে কী হবে, তিনি ফুটবলেরও যথেষ্ট ভক্ত। শুক্রবার টোলেকান্টো ফুটবল গ্রাউন্ডে যান তৃণমূল কংগ্রেস নেতা লিয়েন্ডার। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একটি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এই মাঠে হাজির হন তিনি। পরে সেখানেই স্থানীয়দের সঙ্গে ফুটবল মাঠে নেমে পড়েন। সকলের চোখে তখন বিস্ময়৷
আরও পড়ুন-Soumitra Chatterjee: সৌমিত্র স্মরণে মঞ্চে টাইপিস্ট
গোয়ায় লিয়েন্ডার পেজদের কয়েক পুরুষের বাস। গোয়া তাঁর কাছে নতুন নয়। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে তাঁর প্রথম রাজনৈতিক সফরে গত দু’দিন ধরে যেভাবে তিনি গোয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে গোয়ার সাধারণ মানুষের পালস্ বোঝার চেষ্টা করছেন তা নিশ্চিতভাবে ডিভিডেন্ড দেবে তৃণমূল কংগ্রেসকে। আর অবশ্যই চাপে রাখবে শাসক দল বিজেপিকে।
একই সঙ্গে অন্যান্য রাজ্যের মতো গোয়াতেও কংগ্রেস কিছুই করেনি, সেকথাও উঠে আসছে বারবার। বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস যেভাবে গোয়ায় সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে এবং লিয়েন্ডার পেজের মাপের তারকা একেবারে জমিতে নেমে প্রচার শুরু করেছেন তাতে অশনিসংকেত দেখছে বিজেপি। ভয় পাচ্ছে তারা।