মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক নির্দেশিকা জারি, রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল

Must read

গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক নির্দেশিকা জারি করে অবিলম্বে সরকারি কর্মীদের ছুটি বাতিলের ঘোষণা করল রাজ্য অর্থ দফতর। রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত মিশ্রের সই করা এই নির্দেশিকায় জানানো হয়েছে চিকিৎসাজনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের কোন ছুটি অনুমোদিত হবে না।

ইতিমধ্যেই চিকিৎসার কারণ ছাড়া যারা ছুটি নিয়েছেন সেই সমস্ত ছুটি বাতিল বলে গণ্য করা হবে। দেশের যে ১০টি আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য রয়েছে তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বাংলাদেশ, নেপাল, ভূটান সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাড়তি সতর্কতা নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন ও প্রকাশ করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন মেনে চলবে রাজ্য।

আরও পড়ুন- পাকিস্তানের ৯ শহরে হার্প ড্রোন হামলা! ধ্বংস পাক এয়ার ডিফেন্স সিস্টেম

পাশাপাশি তিনি উল্লেখ করেছিলেন যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হবে। রাজ্যের বেসরকারি স্কুলগুলোকে রবীন্দ্র জয়ন্তী থেকে ঘোষণার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের নির্যাস ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিরিখে আজ রাজ্য অর্থ দপ্তর নির্দেশিকা জারি করে সরকারি কর্মীদের অবিলম্বে ছুটি বাতিলের ঘোষণা করল।

Latest article