সংবাদদাতা, হাওড়া : যোগ দিলেন হাওড়ার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শরৎসদনে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সমবায়মন্ত্রী অরূপ রায়।
আরও পড়ুন-বাম ব্যর্থতা সরিয়ে উঠবে নতুন সূর্য
ছিলেন সাংসদ মালা রায়, তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ, চেয়ারম্যান লগনদেও সিং, বিধায়ক গৌতম চৌধুরি-সহ আরও অনেকে। সমবায়মন্ত্রী অরূপ রায় জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতে শামিল হতে চেয়েছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। তাঁর আবেদনের ভিত্তিতে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে তাঁকে আমাদের দলে নেওয়া হল।’’
আরও পড়ুন-ঝোড়ো সেঞ্চুরি করে দলকে টানছেন হেড
২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মমতা জয়সওয়াল হাওড়ার মেয়র ছিলেন। ১৯৯৩ সাল থেকে তিনি সিপিএমের কাউন্সিলর ছিলেন। হয়েছিলেন বরো চেয়ারম্যান এবং মেয়র পারিষদও। সিপিএমের জেলা কমিটির সদস্যও ছিলেন। ২০১৩ র পুরভোটে তিনি হেরে গিয়েছিলেন। তারপর থেকেই সিপিএমের সঙ্গে যোগাযোগ কার্যত ছিন্ন করেছিলেন। এদিন মমতা জয়সওয়াল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজকর্ম দেখে আমি আপ্লুত। তাই তৃণমূল কংগ্রেসে এলাম।